অফবিটঅর্থনীতি

চাকরির খবর: উচ্চমাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি, বেতন ২৫৫০০-৮১১০০ টাকা

পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যে সরকারের অফিসে নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারি এসিস্টেন্ট।

বয়স: ১ জানুয়ারী ২০২২ তারিখে বয়স হতে হবে ১৮ -২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত জাতির অন্তর্ভুক্ত আবেদনকারীদের বয়সে চার দেওয়া রয়েছে।

যোগ্যতা: যেকোনো শাখায় দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ সাথে কম্পিটার ডিপ্লোমা কোর্স।

আবেদন ফি : এই পরীক্ষায় বসতে আবেদন ফি দিতে হবে ১০০ টাকা। তবে মহিলা , তফসিলি, শারীরিক প্রতিবন্দীদের ও প্ৰাক্তন সেনাকর্মীদের কোনো ফি দিতে হবে না।

প্রাথী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা ও টাইপিং টেস্ট /স্কিল টেস্টার মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী। লিখিত পরীক্ষা নেওয়া হবে দুটি পর্যায়ে। টিয়ার ওয়ান ও টিয়ার টু পরীক্ষায় সফল হলেই সুযোগ মিলবে টিয়ার থ্রি তে। পরীক্ষার বিষয় থাকবে জেনারেকল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাংগুয়েজ ,কোয়ান্টিটিভ আইপিটিটিউট ও জেনারেল আয়ার্নেস।

বেতন : বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন নির্ধারিত করা হয়েছে তবে আনুমানিক বেতন থাকবে ২৫৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।

আবেদন করতে লগইন করুন -www.sscer.org

Back to top button