দেশ
BigNews: একধাক্কায় অনেকটা কমল সোনার দাম, স্বস্তি পাবেন গ্রাহকরা
আবারও সোনার দামে পতন পর পর দুদিন কমে গেল সোনার দাম। এই দিন সোমবারের পর মঙ্গোলবারেও সোনার দামে দেখা গেল পতন। বেশ কিছুটা সময় পর কলকাতার বাজারে ৪০ হাজারের নিচে নামলো ১০ গ্রাম সোনার দাম। পাশাপাশি কমেছে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দামও।
বাজেট পেশের দিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪০ হাজার ৩০০ টাকা সেই দাম কমে গিয়ে এখন হয়েছে ৩৯ হাজার ৮২০ টাকা। এদিন ১০ গ্রাম প্রতি দু রকমের সোনার দাম কমেছে ৪৩০টাকা। তবে জানুয়ারী মাসের মাঝের দিকে সোনার দাম বৃদ্ধি পেতেই থাকে। তবে এবার দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি পেতে চলেছে গ্রাহকরা।
আজ, মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৩৯ হাজার ৮২০ টাকা অন্যদিকে একই পরিমান ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪১ হাজার ২২০ টাকা।