SPORTS: প্রথম বর্ষ নবদ্বীপ মিউনিসিপ্যাল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো আজ
অভিজিৎ সাহা, নবদ্বীপ: সার্ধশতবর্ষ প্রাচীন নবদ্বীপ পৌরসভা ঐতিহ্য মন্ডিত নবদ্বীপ শহরের সর্বাঙ্গীণ উন্নয়নের সাথে সাথে মা-মাটি-মানুষের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় নবদ্বীপ পৌরসভার উদ্যোগে শুরু হলো আজকে পয়লা ফেব্রুয়ারি প্রথম বর্ষ নবদ্বীপ মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় ক্রিকেট টুর্নামেন্ট l টুর্নামেন্টের শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পাঁচবারের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা l
প্রথম বর্ষ নবদ্বীপ মিউনিসিপালিটি টুর্নামেন্ট কে ঘিরে টান টান উত্তেজনা রয়েছে l একমাস ব্যাপী সকার কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সমাপ্তি হওয়ার পরপরই এই টুর্নামেন্ট শুরু l কোভিড পরিস্থিতির কারণে দর্শকশূন্য অবস্থায় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল l কোভিড বিধি মেনে ক্রিকেট খেলা দেখার জন্য প্রত্যেক দর্শকবৃন্দ কে আহ্বান জানিয়েছেন পৌরসভা ক্রিকেট স্পোর্টস অ্যাকাডেমি l
দশ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহণকারী ক্লাব গুলি পয়লা ফেব্রুয়ারি মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে নবদ্বীপ তরুণ সংঘ বনাম নবদ্বীপ নদীয়া ক্লাব অংশগ্রহণ করে নদিয়া ক্লাবের মাঠে l দোসরা ফেব্রুয়ারি আজাদ হিন্দ জুনিয়র বনাম পোড়া ঘাট গৌড় গঙ্গা স্পোর্টিং ক্লাবের সঙ্গে খেলা হবে প্যাক কোম্পানির মাঠে l তোসরা ফেব্রুয়ারি নদীয়ার ক্লাবের মাঠে অংশগ্রহণ করবে স্টুডেন্ট স্টাফ বনাম আজাদ ক্লাব l নয় ফেব্রুয়ারি শচীন-সৌরভ ফ্যান ক্লাব বনাম নবদ্দীপ নবীন দল বি প্যাক কোম্পানির মাঠে খেলার অংশগ্রহণ করবে l 10 ই ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে প্যাক কোম্পানির মাঠে এগারো ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে নদীয়া ক্লাবের মাঠে l তের ফেব্রুয়ারি রবিবার প্যাক কোম্পানির মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে l
প্রতিদিন খেলাগুলো দুপুর এগারো টা থেকে শুরু হবে l
উদ্বোধনী ম্যাচ শুরুতেই উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয় এবং পরিচয়পর্ব করা হয় l পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা ব্যাট হাতে বল মেরে খেলার উদ্বোধন করেন l নদিয়া ক্লাব তরুণ সংঘ ক্লাব কে পরাজিত করে l নদিয়া ক্লাব প্রথমে ব্যাট করে 263 রান করে কুড়ি ওভারে l তরুণ সংঘ ক্লাব 143 রানে সমস্ত উইকেট হারিয়ে নদিয়া ক্লাবের কাছে পরাজিত হয় l