রাজ্য

BigNews: নতুন সময় করা হল ৯:৩০ পর্যন্ত, পেতে চলেছেন বিশেষ সুবিধা

এখন থেকে রাতের সময় ৩০ মিনিটি বেশি চলবে মেট্রো রেল ( Metro Railway )। আজ, মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ এমনটাই কথা জানিয়েছে। শুধু তাই নয় এখনো সপ্তাহে সাত দিনই এই সুবিধা মিলবে।

রাজ্যে করোনাতে ( COVID 19 ) এ আক্রান্তের গ্রাফ কিছুটা কমে যাওয়ায় সোমবার থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে রাজ্য সরকার। পাশাপাশি এখন থেকে রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে শুরু হবে নাইট কার্ফু।

এখন সোম থেকে শনি ছ’দিন সকাল ৭টায় ছাড়ে প্রথম ট্রেন। তাতে কোনও রদবদল হচ্ছে না। এই বিষয়ে রেইল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষের শেষ ট্রেনের সময় রাত ৯টার পরিবর্তে হবে ৯টা ৩০ মিনিট। একই ভাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেনে ছাড়ার সময়ও রাত ৯টার পরিবর্তে হবে ৯টা ৩০ মিনিট হবে। একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার থেকে স্মার্ট কার্ডের পাশাপাশি টোকেন কিনেও যাতায়াত করা যাবে। তবে শারীরিক দূরত্ব বজায় রাখা থেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের করোনা বিধি শিথিল হচ্ছে না।

Back to top button