রাজ্য

BigNews: সেরার তালিকায় মমতা, প্রকাশ হল সমীক্ষা

দেশে বিজেপি বিরোধী মুখ হিসাবে সবচেয়ে বেশি জনপ্রিয় তৃণমূলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। তৃণমূলের করা এই দাবি এবার সত্যিই প্রমান হলো সর্বভারতীয় সংবাদমাধ্যমের করা এক সমীক্ষাতে।

যেখানে বলা হয়েছে, কংগ্রেস মানতে নারাজ হলেও এই মুহূর্তে বিরোধী জোটের নেতা হিসেবে দেশবাসীর পছেন্দের তালিকায় রয়েছেন মমতাই। পাশাপাশি সেই লিস্টে দ্বিতীয় নম্বরে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। অন্য দিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই লিস্টে অনেক পিছিয়ে আছেন।

ইন্ডিয়া টুডের ( India Today ) পক্ষ থেকে করা হয়েছিল মুড অফ দ্য নেশন (Mood of the Nation) নামে এক সমীক্ষা আর সেই সমীক্ষা প্রকাশ পায় সদ্যই। এখানেই বিরোধী জোটের নেতা হিসাবে নাম উঠে আসে মমতার। এর পিছনে কারণ বলা হচ্ছে যে, রাজ্যে বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্যের পরই দেশজুড়ে ঊর্ধ্বমুখী মমতার জনপ্রিয়তা। অধিকাংশ বিরোধী দলই মমতার লড়াইকে কুর্নিশ জানাচ্ছে। সেটাই প্রতিষ্ঠিত হয়েছে এই সমীক্ষায়।

Back to top button