দেশ

নির্মল বাংলা গড়ার লক্ষ্যে নিজের বাড়ি কে নির্মল করার প্রস্তুতি নিলেন ডাক্তার তপন বাবু

অভিজিৎ সাহা, নদিয়া:- পেশায় ডাক্তার উদ্যোগ নিয়েছিলেন কোভিড 19 লকডাউন এর সময় থেকে l বাড়িতে বসে লকডাউন এ সময় কাটছে না দেখেই তিনি তার বাড়ির বাগান পরিচর্যার মাধ্যম দিয়ে শুরু করেন l সময়টা অল্প অল্প করে দিতে দিতে তিনি সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন বাড়ির ফুলের বাগান l পেশায় ডাক্তার কিন্তু তিনি রাজমিস্ত্রি কাজের থেকেও কম নয়, আবার হাতের কারুকার্যের মাধ্যমে শিল্পীর অভিজ্ঞতা বোঝাতে চাইছেন l বিদ্যালয়ে পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি আঁকায় দক্ষ ছিলেন এবং শান্তিনিকেতনে আকার ওপর তিনি পাস করে সার্টিফিকেট অর্জন করেছেন l

জন্ম নবদ্বীপে, হিন্দু স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তারপর বোলপুর শান্তিনিকেতনে কলেজে ভর্তি হন এবং সেখান থেকে তিনি হাতের কারুকার্য শিখে আসেন l আজ এই লকডাউনে তার চিত্র ফুটিয়ে তুলেছেন নিজের বাড়িতেই l বাড়ির ফুলের বাগান কে সাজিয়ে তোলার জন্য সিমেন্ট বালি দিয়ে বিভিন্ন রকম দেব দেবতা মূর্তি করে টব তৈরি করেছেন l সেই টবে বিভিন্ন রকম ফুলগাছ লাগিয়ে বাড়ির সৌন্দর্য তৈরি করছেন l ডাক্তার তপন রায় বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্মল বাংলা তৈরি করতে চাইছেন তাই আমি নবদ্বীপ শহরের তেইশ নম্বর ওয়ার্ডের এই ব্যাদড়া পাড়া নিজের বাড়ি থেকেই আমি সংকল্প নিলাম নির্মল বাড়ি করে নির্মল বাংলা গড়ার l

কোনরকম কারো সহযোগিতা না নিয়েই আমি নিজের মনের থেকেই এই কাজ করে এগিয়ে চলেছি l প্রাচীন শহর নবদ্বীপ শ্রীমন্মহাপ্রভুর শহর l মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই শহরকে হেরিটেজ ঘোষণা করেছেনl তাই আমাদের সবার পক্ষ থেকেও উচিত নবদ্বীপ শহর কে নির্মল করে তোলার, নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকেও চলছে নবদ্বীপ শহরকে নির্মল মুক্ত করে তোলার প্রস্তুতিপর্ব l

Back to top button