BigNews: আজ থেকে সম্পূর্ণ Lockdown ভারতের এই রাজ্যে, ঘোষণা সরকারের
নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই সারা দেশ সহ রাজ্যেও হু হু করে বেড়ে চলেছে রাজ্যে করোনা ( COVID 19 ) সংক্রমণের হার।যার ফলে আক্রান্ত হচ্ছেন একের পর এক হেভিওয়েট লোক থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই। এক্ষেত্রে বলা যেতেই রাজ্য সহ দেশেও করোনার তৃতীয় ঢেউ ( 3rd WAVE ) আছড়ে পড়েছে। তাই পরিস্তিতি বুঝে আর দেরি না করে গোটা তামিলনাড়ু রাজ্যে রবিবার করে ঘোষণা করা হলো সম্পূর্ণ লকডাউনের। যার ফল দেখা যায় সম্পূর্ণ চেন্নাই জুড়ে।
এই রকম সিদ্ধান্ত দেখে স্বভাববিক ভাবেই প্রশ্ন উঠছে বাংলা নিয়ে। কারণ এবার পুরো ভারতের করোনা সংক্রমণের দিক দিয়ে বাংলা সবার উপরে রয়েছে। আক্রান্ত সহ বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।