‘আমরা খারাপ কাজ করিনা’ রাজ্যসরকারের বিরুধ্যে তোপ দাগলেন শুভেন্দু
সম্প্রতি গঙ্গাসাগর কমিটি থেকে বাদ পড়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরধী দলের নেতা হিসেবে কমিটি সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেই বিষয়ে ফের মামলা হওয়ায় পরবর্তী নির্দেশে শুভেন্দুকে সরিয়ে দেন বিচারপতি। আর সেই বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির এই দাপুটে নেতা।
শুক্রবার তিনি এক গঙ্গা পুজোর অনুস্টহানে গিয়ে ফের রাজ্যকে নিশানা করে বলেন ‘কবিড বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকার খেলা -মেলা সবিই চালাচ্ছে। োর খারাপ করলো , নিয়ম ভাঙলো মানে এই নয়, যে আমরাই তাই করবো। আমরা খারাপ কাজ করিনা।
প্রসঙ্গত, ২১ শের নির্বাচনের ফল বের হবার পর ক্রমশ ব্যাকফুটে পড়ে যাচ্ছে বিজেপি। নির্বাচনের আগে রাজ্যে ক্ষমতা দখলের লড়াই এ হাড়হাড্ডী ভাবে মাঠে নামলেও ফলাফলে তৃণমূল বিপুল আসনে এগিয়ে গিয়ে ফের বাংলায় পালন করছে শাসকদলের ভূমিকা। নির্বাচনের প্রভাব পড়েছে রাজ্য নেতৃত্বের মধ্যেও। একাধিক নেতার পদ বদল করা হয়েছে।