গঙ্গা সাগর: মেলায় এসে ব্যবস্থা দেখে খুশি বিজেপিনেত্রী, রাজ্য সরকারের প্রশংসা করলেন উমা ভারতী
করোনা আতঙ্কের মাঝেই রাজ্যে আয়োজন করা হয়েছে গঙ্গা সাগর মেলার। আর সেই মেলার ব্যবস্থাপনা দেখে খুশি হয়েছেন উমা ভারতী। তিনি গেরুয়া বসনে গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করে গঙ্গাসাগরে পৌঁছেছেন বলে জানিয়েছেন।রিনি মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে পা ভেজান ও পুজো দেন কপিল মুনির আশ্রমে।
গঙ্গাসাগরে এসে তিনি মমতা সরকারের প্রশংসা করেন। উমা ভারতী জানিয়েছেন গঙ্গাসাগরের মেলা আয়োজনের পাশাপাশি কোভিড বিধি বজায় রাখতে যথেষ্ট তৎপর রয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রাজ্যের সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে।
একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।