খেলা

SPORTS: করোনা হামলা এবার টেনিস কোর্টে, আক্রান্ত হলেন নামী খেলোয়াড়

বিগত ২ বছর ধরে ভারত তথা সারা বিশ্বে করোনার প্রভাব প্রায় বেড়েই চলেছে। এবং এরই মধ্যে করোনায় আক্রান্ত হলেন ইন্ডিয়ান ওপেনে ব্যাডমিন্টনের প্লেয়ার কিদাম্বি শ্রীকান্ত সহ আরও ৭ জন।

করোনা ভাইরাস এবার ইন্ডিয়ান ব্যাডমিন্টন ওপেনে চালালো হামলা। জানা গেছে কিদাম্বি শ্রীকান্ত সহ মোট ৭ জন খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছে। যেসব খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন তারা কেউই ইন্ডিয়ান ব্যাডমিন্টন ওপেনে খেতে পারবেন না বলে ইতিমিধ্যে নোটিস জারি করা হয়েছে।

সম্প্রতি, বিশ্বব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিপে রুপো জিতে এসেছিলেন শ্রীকান্ত তিনি ছাড়াও আরও আক্রান্ত হয়েছেন অশ্বিনী পোনাপ্পা, রিতিকা থ্যাকার, ক্রিস জোলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরন এমন সিং ও খুশি গুপ্তা।

প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।

তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।

Back to top button