বিশেষ: রান্না করতে ভালোবাসতেন স্বামীজী, মহাপুরুষের জন্মদিনে উঠে এলো বিভিন্ন তথ্য
স্বামী বিবেকানন্দ তার অনুগামীদের উদ্যেশে বলেছিলেন ‘এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগত্ তোমার জন্য কাঁদবে।’ স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার জন্মতিথিতে উঠে আসে জানা অজানা বিভিন্ন তথ্য।তার ১৫৭ তম জন্মদিনে জানা গেলো আরও অবাক করা চমক সৃষ্টি করি বিভিন্ন তথ্য।
স্বামীজী বেশ ভোজন রসিক ছিলেন। স্বামীজী নিরামিষ খাবার খেতেন। তবে তিনি মাছ-মাংসও খেতে ভালোবাসতেন মিষ্টির দোকানের সিঙ্গারা ও কচুরি খেতে পছন্দ করতেন তিনি। সেই সাথে পছন্দের তালিকায় ছিল রসগোল্লা ও আইসক্রিমও। মৃত্যুর দিনেও তিনি দুপুর বেলা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলেন বলে জানা যায়।
আরও জানা যায় স্বামীজী নিজে রান্না করতে ভালোবাসতেন। নিজের পছন্দের খাবার তিনি মাজেজা মাঝে নিজেই রান্না করে খেতেন।
প্রসঙ্গত,তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তার দেশপ্রেম কারও কাছে গোপন নয়। তিনি কখনই মানুষকে সাহায্য করতে পিছপা হননি, মানুষের সেবা করাকে তিনি ঈশ্বরের উপাসনার সমান মনে করতেন। স্বামী বিবেকানন্দ আজও কোটি কোটি যুবকদের অনুপ্রাণিত করে চলেছেন। আসুন জেনে নিই তার কিছু চিন্তাভাবনা এবং জীবনের উত্স এবং অনুপ্রেরণামূলক চিন্তা যা জীবনে শক্তি যোগায়।
স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন ‘জাতীয় যুব দিবস’ (National Youth Day) হিসাবে পালিত হয়। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান দার্শনিক, আধ্যাত্মিক ও সামাজিক নেতা। তাঁর জন্মবার্ষিকীকে যুব দিবস হিসেবে পালন করে গোটা দেশ। স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন।