দেশ

CORONA: আজ থেকে চালু হলো বুস্টার ডোজ, জেনেনিন কারা কারা দিতে পারবেন?

সারা ভারত জুড়ে টিকাকরণের এক নতুন পর্যায় শুরু হতে চলেছে। আজ সারা দেশ জুড়ে শুরু হলো বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি। দেশ ও রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হবে বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ।

প্রথমবার ও দ্বিতীয় বার যারা যে ডোজ নিয়েছেন সেই ডোজ দেওয়া হবে অর্থাৎ কোনো ব্যক্তি কোভিশিল্ড নিলে তাকে দেওয়া হবে কোভিশিল্ড। কোনোরকম মিশ্রণ ভ্যাকসিন থাকবে না।

যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস কেটে গেছে তারাই একমাত্র নিতে পারবেন বুস্টার ডোজ। আর এই ডোজ নেওয়ার জন্য আগের থেকে কোনোরকম রেজিস্ট্রেশন করতে হবে না।

প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।

তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।

Back to top button