BigNews: নিয়ম পুরোপুরি বদলে দিলেন মমতা, নতুন নিয়ম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোরোনার জেরে বদলে দিলেন হোম আইসোলেশনের নিয়ম। তিনি জানালেন এখন থেকে ৭ দিনেই শেষ হবে হোম আইসোলেশনের নিয়ম। আক্রান্তের মৃদু উপস্বর্গ থাকলে রিপোর্ট আসার পরেই শুরু হবে আইসোলেশন। টানা ৩ দিন জ্বর না এলে ৭ দিন পর শেষ হয়ে যাবে আইসোলেশন।
৭ দিন আইসোলেশনের পর উপস্বর্গহীনদের আর দ্বিতীয়বার করোনা পরীক্ষা করতে হবে না। অক্সিজেনের সাহায্য ছাড়া ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরেই শেষ হয়ে যাবে আক্রান্তের আইসোলেশন
প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।