বড়ো ঘোষণা: বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাবার, নির্দেশ মমতার
গোটা দেশ সহ রাজ্যের পরিস্থিতিও উদ্বেগজনক হু হু করে বেড়েই চলেছে করোনায় ( COVID 19 ) আক্রান্তের সংখ্যা। সে কারণে চিন্তায় পড়েছে রাজ্যের সকলেই। আবার শনিবারে স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুসারে শেষ ২৪ ঘন্টায় রিপোর্ট অনুযায়ী করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৮,৮০২ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। তাছাড়াও সারা রাজ্য জুড়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬২,০৫৫ জন।
আর তাই এই রকম পরিস্তিতি দেখে বড়ো সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( CM MAMATA BANERJEE )। এই দিন তিনি সোশ্যাল মিডিয়ার মাদ্ধমে ঘোষণা করেন যে, রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য পৌঁছে দিতে হবে। এই কথা তিনি নিজের টুইটের মাদ্ধমে জানান।
মূলত, আর্থিক ভাবে পিছিয়ে পড়া জনগণের জন্যই এই ব্যবস্তা। এই ব্যবস্থাপনায় আর্থিকভাবে পিছিয়ে পড়া করোনা আক্রান্তদের বাড়িতে শুকনো খাবার পৌঁছে দেওয়া তবে এর আগেও নবান্নের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছিল।এর মূল দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকদের এবং সেই খাবার পৌঁছে দিবে স্থানীয় পুলিশ। আবার সেই শুকনো খাবার প্যাকেটের মধ্যে থাকছে মাথাপিছু তিনকেজি চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট।