রাজ্য

‘সংবিধানের ১৬ নাম্বার ধারা ভাঙা হয়েছে’ ফের মমতা কে তোপ দাগলেন রাজ্যপাল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যপাল জগদীপ শঙ্করের নামে অভযোগ করেছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই আরো একবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুধ্যে তোপ দাগলেন ২৪ ঘন্টার মধ্যে কনসালটেন্ট নিয়োগ নিয়ে।

আজ রাজ্যপাল তার নিজস্ব টুইটার একাউন্টে লেখেন, রাজ্য সরকারি দফতরে কনসালট্যান্ট নিয়োগ নিয়ে ২৮ ডিসেম্বর মমতা ব্যানার্জিকে নোটিশ পাঠালেও তিনি কোনও উত্তর দেননি। সংবিধানের ১৬ নম্বর ধারা ভেঙে আসুক নিয়োগ হয়েছে।

প্রসঙ্গত, জগদীপ ধনকোর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তরজা চলছেই। প্রায়ই দিনিই তারা একে ওপরের বিরুধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করেন। মাঝে মাঝে বিতর্ক এমন পর্যায়ে চলে যায় যে সেই খবর স্থান পায় সংবাদের শিরোনামে।

সম্প্রতি রাজ্যে ক্যান্সার হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই ভার্চুয়াল ভাবে উপস্থিত হন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানে স্বাস্থ পরিকাঠামো নিয়ে একাধিক দিক তিনি তুলে ধরেন। তাছাড়াও তিনি আরও জানান রাজ্যপাল রাজ্যের কাজে বার বার বাধা দেন।

সেই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই অভিযোগ ওঠার পর স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পরে যান রাজ্যপাল।

Back to top button