রাজ্য

BigNews: করোনা আক্রান্ত হলেন সৌরভ কন্যা, গাঙ্গুলী পরিবারে বাড়ছে উদ্বেগ

রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ঘোষণায় একমাত্র উপায় বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে রাজ্যসরকার সম্পূর্ণ লকডাউনের পরিবর্তে সিদ্ধান্ত নিয়েছে আংশিক লকডাউনের ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কিছু বিধিনিষেধ।

করোনা এবার হানা দিলো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বাড়িতে।সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলী আক্রান্ত হয়েছেন করোনাতে। মঙ্গলবার রাতেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সানার মৃদু উপসর্গ থাকায় এইমুহূর্তে সে রয়েছে আইসোলেশনে।

মঙ্গলবারই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন সৌরভের ছোট কাকা দেবাশীষ গাঙ্গুলী, খুড়তুতো ভাই শুভরাদ্বীপ গাঙ্গুলী ও ভাতৃবধূ জুঁই গাঙ্গুলী।

আজ মঙ্গলবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এইমুহূর্তে পরিবারের ৩ জন রয়েছে হোম আইসোলেশনে। জানাগেছে তাদের প্রত্যেকের শরীরে দেখা গেছে করোনার মৃদু সংক্রমণ। অপরদিকে সৌরভ গাঙ্গুলী আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য্য আক্রান্ত হয়েছেন করণাতে।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে সোমবার রাতে হাসপাতলে ভর্তি হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলী হাসপাতাল থেকে ছুটি পাবার পর রয়েছেন বাড়িতে।তবে কোরোনার প্রভাব দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ মন্ত্রকের।

Back to top button