দেশরাজনীতি

WhatsApp-এর সমস্ত গ্রূপ ছেড়ে, অনুগামী বিধায়কদের নিয়ে বৈঠক করলেন বিজেপির বড় নেতা

২১ শের নির্বাচনের পর রাজ্য রাজনীতিতে বইছে নতুন হাওয়া।রাজ্য জুড়ে দেখা যাচ্ছে বিজেপি ছেড়ে বেরিয়ে যাবার প্রবণতা।গ্রাম থেকে শহর তলিতে বাড়ছে বিজেপি ছেড়ে চলে যাওয়ার ঘটনা।তৃণমূল ছেড়ে বেড়িয়ে যাওয়া নেতারা অধিকাংশই ফের যোগ দিয়েছেন শাসক দলে।

সোমবারেই বিজেপির সমস্ত গ্রুপ ছেড়ে বেড়িয়ে যান বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আর তারপরেই রাজ্যরাজনীতিতে শুরু হয়ে যায় তার দল ছাড়ার ঘটনা নিয়ে জল্পনা। আর এবার সেই জল্পনা যেন আরও বেড়ে গেলো।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের অনুগামী ও ৪ মতুয়া বিধায়ককে নিয়ে তিনি বৈঠকে বসেন। সেই তালিকায় ছিলেন সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও হরিণঘাটার বিধায়ক মুকুটমনি অধিকারী। এখন দেখার শান্তুনু ঠাকুর কি পদক্ষেপ নেন। সবমিলিয়ে রাজ্যরাজনীতি এখন সরগরম এই বিষয় নিয়ে।

Back to top button