আন্তর্জাতিক

OMG! ১০ হাজার মৌমাছি নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভ, প্রদর্শন সরিয়ে দিলো পুলিশরা

চিলির সান্তিয়াগোতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভরত অবস্থায় চার মৌমাছি পালনকারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, বিক্ষোভের সময় সাত পুলিশ কর্মকর্তাকে মৌমাছি দংশন করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

চিলিতে দীর্ঘদিন ধরে চলমান খরার কারণে মৌচাষ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মৌমাছির খাবার ফুল ও শস্যের অনুপস্থিতি চরম আকার ধারণ করেছে। চিলিতে খরা অস্বাভাবিক নয়। কিন্তু এবারের এই দীর্ঘ খরা ২০১০ সাল থেকে চলছে। বিজ্ঞানীরা বলছেন, এজন্য জলবায়ু পরিবর্তন আংশিক দায়ী।

মৌমাছি পালনকারীরা চান, সরকার মধুর দাম বাড়ানোর সংস্কার অথবা মধু উৎপাদনকারীদের ভর্তুকি দেওয়া হোক। প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরার সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছেন তারা।

সোমবারের বিক্ষোভে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে মৌমাছি পালনকারীরা ৬০টি মৌচাক সঙ্গে করে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, এগুলোতে প্রায় ১০ হাজার মৌমাছি ছিল।

হোসে ইটুরা নামের এক মৌমাছি পালনকারী স্থানীয় সাংবাদিকদের বলেছেন, সান্তিয়াগোর উত্তরে কলিনা কমিউনে খরার কারণে মৌমাছি মারা যাচ্ছে। তার কথায়, মৌমাছি মরছে। এগুলো মরে গেলে আমাদের কোনও জীবন থাকবে না। এই বিক্ষোভে আমরা এটাই তুলে ধরতে চাইছি।

সান্তিয়াগো অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিনিধি ওমর গুজম্যান জানান, খরার কারণে মৌমাছির ওপর প্রভাব নিয়ে তাদের সংস্থা উদ্বিগ্ন। পানির ঘাটতির কারণে সরকার কয়েক মাস ধরে ২০টি কমিউনিটিকে ত্রাণ দিয়ে আসছে।

বিক্ষোভের সময় মৌমাছির উপস্থিতি নিয়ে আতঙ্কিত ছিলেন অনেক পথচারী। এক স্থানীয় বলেন, অ্যালার্জি থাকা মানুষদের জন্য এটি বিপজ্জনক। এগুলোর কারণে মৃত্যু হতে পারে।

কর্মকর্তারা জানান, মৌমাছি পালনকারীদের আটক করার চেষ্টার সময় ক্যারাবিনিয়ার্স নামে পরিচিত ন্যাশনাল পুলিশের সাত কর্মকর্তা মৌমাছির দংশনের শিকার হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

Back to top button