‘কংগ্রেসকে দুর্বল করা তাদের উদ্দেশ্য নয়’,অভিষেকের ব্যাখ্যায় জাতীয় রাজনীতিতে শুরু নয়া জল্পনা
২০২৪ এ যেমন রয়েছে লোকসভা নির্বাচন সেই একই সালে বহু রাজ্যের বিধানসভায় রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনেই বোঝা যাবে জাতীয় রাজনীতির হাওয়া কোনদিকে বইছে। আগামী লোকসভা নির্বাচন কে বিরোধীরা পাখির চোখ করলেও তাদের পরিকল্পনা এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। তাদের মধ্যে দেখা যায়নি এখনো কোনো ঐক্যমত বরং মাঝে মাজগেই প্রতক্ষ্য হচ্ছে ফাটলের চিহ্ন।
সম্প্রতি অভিষেক ব্যানার্জী কংগ্রেস সম্পর্কে তার মনোভাব স্পষ্ট করে দিয়ে জানিয়েছেন। আর সেই মনোভাব দেখে বিশেষজ্ঞদের মনে হতেই পারে যে এই মুহূর্তে তৃণমূল নরম হতে চলেছে কংগ্রেসের প্রতি। সম্প্রতি অভিষেক ব্যানার্জি স্পষ্ট করে জানিয়েছেন “কংগ্রেসকে দুর্বল করা তাদের উদ্দেশ্য নয়, কংগ্রেস যেখানে ক্ষমতায় সেখানে আমরা পা দিইনি। আমাদের লড়াই বিজেপির সঙ্গে, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস যেখানে লড়াই করতে পারছে না, সেখানে আমরা প্রতিপক্ষ হিসেবে উঠে দাঁড়াচ্ছি।”
লোকসভা নির্বাচনের এখনো ২ বছর বাকি। নির্বাচনের আগে দেখা যাবেই হাওয়াও কোনদিকে বইছে। আর কিছুদিন পরেও হতে চলেছে গোয়া , পাঞ্জাব ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে েকে অপরকে টেক্কা দিতে উঠে পরে লেগেছে রাজনৈতিক দলগুলি।