করোনা: কেমন আছে আজকের ভারত, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (৩ জানুয়ারী ২০২২ )
ভারতে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৭৫০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২৩ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৮৪৬ জন। দেশে বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩ জন। দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২ জন। দেশে মোট করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১,৪৫,৬৮,৮৯, ৩০৬ কোটি।
প্রসঙ্গত, দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। আর এবার করণের নতুন ভেরিয়েন্ট ভয়ানকের তুলনায় সংক্রমক ক্ষমতা বেশি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। আর এই সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন রাজ্যের সরকার নিচ্ছে বিভিন্ন রকমের পদক্ষেপ। ইতিমধ্যে রাজ্যসরকার সরকার সিনেমা হল সহ আরও বিশেষ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে।
পিছিয়ে নেই দিল্লি ও মহারাষ্ট্র সরকার তারা এবার করোনা প্রতিরোধেও নিয়েছে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে রাজ্য জুড়ে ঘোষণা করা হয়েছে আংশিক লকডাউন।