দেশ

বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার আসল কারণ এলো সামনে, জেনেনিন আপনিও

গত ৮ ডিসেম্বর বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ মোট ১৩ জনের মৃত্যু হয়।দেশের প্রথম এই সর্বস্তরের সেনা প্রধানের মৃত্যুতে শোকস্তব্দ হয়ে যায় গোটা দেশ। পালন করা হয় রাষ্ট্রীয় শোক। সবচেয়ে দুঃখের বিষয় হেলিকপ্টারে থাকা কারুরই প্রাণ বাঁচেনি। তৎপরতার সাথে উদ্ধার কাজ চালানো হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি সেনা প্রধান বিপিন রাওয়াত কে।

আর এবার সামনে এলো সেই হেলিকপ্টার দুর্ঘটনার আসল কারণ। সূত্রে পাওয়া খবর অনুযায়ী যান্ত্রিক ত্রুটি নয় আসলে ‘কন্ট্রল্ড ফ্লাইট ইন্টু টেরিন’ -র কারণে কপ্টারটি ভেঙে পড়েছে। অর্থাৎ হেলিকপ্টারের পাইলট কুয়াশায় বুঝতে না পেরে কোথাও জোরে ধাক্কা মেরেছিলো, আর সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো কপ্টারটি।

তবে এই দুর্ঘটনা সম্পর্কে সরকারি ভাবে এখনো কিছু জানানো হয়নি।

Back to top button