বিনোদন

Nachiketa: ৩০ বছর পর নচিকেতার গাইতে চলেছেন র‌্যাপ গান, আসছে নতুন সিনেমা “রাত জাগা ফুল”

“রাত জাগা ফুল” নামটি চমৎকার। সিনেমাটিও অনেক সুন্দর হয়েছে। সিনেমার টাইটেল গানটি আমার গাওয়া। আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাচ্ছে বছরের একেবারে শেষ দিনে। আপনারা সবাই সিনেমা হলে আসবেন। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদের সিনেমা দেখতে হবে। ভালো সিনেমা দেখতে হবে।’ সিনেমাটির টাইটেল গানের দুই লাইন খালি গলায় গেয়ে ভিডিও বার্তায় ‘রাত জাগা ফুল’ সিনেমার জন্য শুভকামনা জানান মমতাজ। সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল বুধবার ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিনেমাসংশ্লিষ্ট বেশির ভাগ তারকা ও কলাকুশলী উপস্থিত থাকতে পারেননি। তবে সিনেমার প্রচারণায় ভিডিও বার্তা দিয়ে সরব ছিলেন অনেকে। কলকাতা থেকে ভিডিও বার্তায় নচিকেতা শুভকামনা জানিয়ে বলেন, ‘আজ একটি নতুন সিনেমা নিয়ে কথা বলব। সিনেমাটির নাম “রাত জাগা ফুল”।

এটি পরিচালনা করছেন মীর সাব্বির। তিনি একজন প্রথিতযশা অভিনেতা এবং আমার বরিশালের। তাঁর সিনেমাটিতে ৩০ বছর পর র‌্যাপ গান করেছি। সিনেমার গানটি আপনাদের ভালো লাগবে। আশা করছি সিনেমাটি সফল হবে।’

সিনেমার প্রধান চরিত্রের অভিনেত্রী ঐশী বলেন, ‘মজার গল্প এবং উপস্থাপনায় ভিন্ন ঘরানার সিনেমা “রাত জাগা ফুল” দর্শকদের ভালো লাগবে। ভিন্ন এক ঐশীকে দর্শক দেখবেন। দর্শকদের এটুকু বলব, এটা আমাদের গল্প, আমাদের ছবি। আপনারা সবাই হলে এসে সিনেমাটি দেখুন।’

Back to top button