বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। প্রয়াত এ অভিনয়শিল্পীকে ভারতের প্রথম নারী সুপারস্টার বলা হয়। শুধু অভিনয়দক্ষতার জন্য তিনি সুপরিচিত নন, তাঁর সৌন্দর্যও সর্বজনবিদিত।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এবার অন্তর্জালবাসী শ্রীদেবীর মতো দেখতে এক নারীকে খুঁজে পেয়েছেন। তিনি ভ্লগার দীপালি চৌধারি।
দীপালির চেহারা যে অনেকটা শ্রীদেবীর মতো, তা-ই নয়। তিনি এমন সব ভিডিও বানান, যেখানে প্রয়াত এ অভিনেত্রীর সংলাপ ব্যবহার করেন। দীপালির ছবি ও ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর।
শ্রীদেবী বলিউডের রানি হয়ে ওঠেন আশির দশকে। অভিনয় আর রূপের ঝলকে নিমেষেই পাল্টে দিয়েছিলেন বলিউডের নায়ককেন্দ্রিক সিনেমার রাজত্ব।