Horoscope: জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিন
প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের পরিস্থিতি অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। রাশিফল আপনাকে বলবে কোনো কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কাল কি করলে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –
মেষ (ARIES): আজ আপনি কোনো ঝুঁকিপূর্ণ কজে সাফল্য পেতে পারেন। এই কাজের জন্য বেশ প্রশংসা পেতে পারেন। মন দিয়ে নিজের কাজ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।
বৃষ (TAURUS): আজ আপনার ভালো-খারাপ সব মিলিয়ে কাটবে আপনার দিনটি। মন্দ অভিজ্ঞতার শিকার হলে ভেঙ্গে পড়বেন না। মনে সাহস রেখে সব কাজ করুন।
মিথুন (GEMINI): আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।
কর্কট (CANCER): আজ আপনি নিজের পারিবারিক ব্যবসায়ে বিনিয়োগ করলে প্রফিট পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য দিনটি বেশ শুভ। মন দিয়ে নিজের নতুন ব্যবসার কাজ করুন।
সিংহ (LEO): আজ আপনার প্রচন্ড পরিমাণে অলসতা বৃদ্ধি পেতে পারে। কোনো কাজে মন দিতে পারবেননা। প্রতিদিন নিয়ম তি যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
কন্যা (VIRGO): আজ আপনার সঞ্চিত অথ বিপুল পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।
তুলা (LIBRA): আজ আপনি কাজের সূত্রে বাইরে ভ্রমণের সুযোগ আসতে পারে। সাবধানে বাইরে কাজ করবেন। বাইরে কাজের পাশাপাশি ভ্রমণে বেশ আনন্দে দিনটি যাবে।
বৃশ্চিক (SCORPIO): আজ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।
ধনু (SAGITTARIUS): আজ আপনি একজন রমণীর ভালোবাসা পেতে পারেন। ভালোবাসার সঙ্গীর সাথে বেশি করে কোয়ালিটি সময় কাটান। দিনটি বেশ ভালোই যাবে।
মকর (CAPRICORN): আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।
কুম্ভ (AQUARIUS): আজ আপনার দিনটি বেশ ভালো কাটবে। জ্ঞানী গুণী ব্যক্তিদের উপদেশ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।
মীন (PISCES): আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আর অহংকার আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।