বিনোদন

৮৬-এ পা দিলেন কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট প্রসেনজিৎ চ্যাটার্জির

৮০-এর দশকের বলিউড (Bollywood) ও টলিউড (Tollywood) কাঁপানো অভিনেতা হলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। আজ তাঁর ৮৫ তম জন্মদিন। অভিনেতার এই বিশেষ দিনে মেয়ে অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chatterjee) লিখলেন তাঁর জন্য কলম ধরলেন। তিনি আনন্দবাজার অনলাইনে বাবার জন্মদিন নিয়ে লিখেছেন বেশ কিছু স্মৃতি মধুর কথা। সেখানে তাঁর এবং ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ছোটবেলা কার কথাও তুলে ধরেন তিনি।

তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন মানে যে, এক এলাহী কান্ড হতো বাড়িতে সে কথাও উল্লেখ করেন। এদিন তাঁর বাবার পছন্দেই সাজানো হতো থালা। তাঁর মা রত্না চট্টোপাধ্যায়ের হাতে তৈরি বিউলির ডাল, ডিম কষা, আলু পোস্ত, পাঁঠার মাংস এ ছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajeet Chatterjee) পছন্দের খাবার। অভিনেতার দাবি ছিল ‘সারা বছর যেমন তেমন। বছরের একটা দিন গুছিয়ে খাব’। ছোট থেকেই কাজের কারণে বাবার সঙ্গে যে তাঁদের খানিকটা দূরত্বই বজায় থাকতো সে কথাও স্পষ্ট তুলে ধরেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়।

এমনকি মায়ের কড়া শাসনও যে ছিল সেকথাও জানান। তাঁদের মায়ের কড়া নির্দেশ ‘মুঠো মুঠো উপহার দিয়ে ছেলে মেয়েকে বিগড়ে দিও না। পুরস্কার পাওয়ার মতো কাজ করলে উপহার পাবে’। তবে, অন্যভাবেও যে বাবা তাঁদের শখ মেটান সেকথা জানান। এমনকি এদিনের লেখায় বাবার দ্বিতীয় বিয়ের কথাও তুলে ধরেন তিনি। এমনকি বাবাকে লেখা চিঠির কথাও উল্লেখ করেন। বাবাকে নিয়ে যে তাঁর অভিমান, রাগ নেই সেকথাও অকপট জানান পল্লবী (Pallavi Chatterjee)।

তবে, সবশেষ তাঁর বাবা যে তাঁকে বিয়ে করে সংসার পাতার কথা বলেছেন সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন যে, ‘পল্লবী মুখোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের আকর্ষণে এখনও বুঁদ। তোমার মতো সুপুরুষ খুঁজে পেলাম না। কি করে আমার বিয়ে হবে বল? তবে, এদিন শুধুমাত্র পল্লবী চট্টোপাধ্যায়ই নয় বাবার জন্মদিন উপলক্ষে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee) নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। আর লেখেন যে, ‘শুভ জন্মদিন বাপি। খুব খুব ভালো থেকো। সারাজীবন রঙিন ও সারাজীবন খুশি থাকো’।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

Back to top button