কলকাতা

ভাষা দিবসে CAA ও NRC -এর বিরুদ্ধে গর্জে ওঠার ডাক

কলকাতা:সাম্প্রতিক সময়ে CAA ও NRC নিয়ে দেশ উত্তাল।নতুন নাগরিকত্ব আইন সংসদে পাশ হবার পর দেশজুড়ে শুরু হয়েছিল এই নতুন আইনের বিরুদ্বে আন্দোলন।পিছিয়ে ছিলোনা বাংলা।বাংলাতেও এই আন্দোলন নিয়ে ছিল হিংসার রূপ।আজ ভাষা আন্দোলনের প্রাক্কালে আবার যেন জেগে উঠলো সেই CAA বিরোধী ঐক্য আন্দোলন।

শুধু আমাদের বাংলা ভাষায় সংকটের মুখে রয়েছে সেটা নয়, সংকটের মুখে রয়েছে বাঙালি জাতি।বৃহস্পতিবার রাতে ভাষা দিবসের মিছিলে এই দাবির পাশাপাশি CAA ও NRC -এর বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানানো হয়।

এরপর রাত ১২টার পরই সাথে সাথে শুরু হয়ে যায় ভাষা ও চেতনার উদ্যোগে অ্যাকাডেমি সংলগ্ন এলাকায় মিছিল।সেই মিছিলে একটাই স্লোগান থাকে, সেটি হলো- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।প্রতিবারের মতো এবারও এই মিছিল শেষ হয় অ্যাকাডেমির থেকে শুরু করে রবীন্দ্র সদন পরিক্রমা পর্যন্ত।এই কয়েকটি মাধ্যমে ২১শে ফেব্রুয়ারির ভাষা দিবসে এই সম্মেলনের সমাপ্তি ঘটে।

Back to top button