বিনোদন

গোলাপি টপে ফুটে উঠেছে টানটান সৌন্দর্য্য , হট লুকে ছবি দিতেই ভাইরাল ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষার ছবি

দীর্গদিন ধরেই বাংলা সিরিয়ালে সেরার লড়াইয়ে প্রথম রয়েছে ‘মিঠাই’। সিরিয়ালের মুখ্য অভিনেত্রী সৌমীতৃষা এখন দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় দিন দিন বাড়ছে তার ভক্তদের সংখ্যা। প্রশংসার পাশাপাশি তারকাদের খ্যাতি অনেক সময় মুখোমুখি করে দে তুমুল সমালোচনার মুখে। সম্প্রতি মহালয়ায় কমলে কামিনী রূপে ধরা দিয়ে পড়েছিলেন সমালোচনার মুখে।

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় দেখা যেত এতদিন শাড়ি পড়ার বিভিন্ন ছবি। তবে মাঝে মাঝেই ওমাতৃশা নধর দেন ওয়েস্টার্ন লুকে। কিছুদিন আগেই অভিনেত্রী ক্রপ টপ ও প্যান্ট পরে আপলোড করেছিলেন একটি হট লুকের ছবি। যে ছবিতে দেখা গিয়েছিলো অভিনেত্রীর উন্মুক্ত নাভি।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সম্প্রতি আসল মিডিয়ায় অভিনেত্রী ফের নজর করেছেন ওয়েস্টার্ন লুকে। যে ছবিতে তাকে দেখা যাচ্ছে গোলাপি রঙের একটি টিপ্ পরে রয়েছেন সৌমিত্রিশা। সেই ছবি পোস্ট করতেই নেটিজেনরা করছে অভিনেত্রীর প্রশংসা। তার ফ্যানেরা করছে বিভিন্ন রকম মন্তব্য। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া মাত্রই মুহূর্তেই হয়ে গেছে ভাইরাল।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button