বিনোদন

ভার্জিন হলে তবেই মিলবে কাজ! বলিউডের অন্ধকার দিক তুলে ধরলেন অভিনেত্রী মহিমা চৌধুরী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মহিমা চৌধুরী ১৯৯৭সালে অভিনেতা শাহরুখ খানের বিপরীতে ‘পরদেশ’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন।শাহরুখের বিপরীতে এই ছবিতে অভিনয় করে তিনি বেশ প্রশংসাও পেয়েছিলেন। কিন্তু ‘পরদেশ’ ছবির পর প্রায় কয়েকবছর দেখা যায় না অভিনেত্রীকে। পিঙ্ক ভিলার কাছে সাক্ষাৎকারে সম্প্রতি সেই কারণ প্রকাশ করেছেন অভিনেত্রী মহিমা চৌধুরী নিজে।

১৯৯৯ সালে অজয় দেবগন ও কাজল অভিনীত ‘দিল কেয়া করে’র শুটিং করছিলেন মহিমা। কিন্তু সেই সময় ব্যাঙ্গালুরুতে এক সাংঘাতিক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। একটি ট্রাক তার গাড়িতে এমন জোরে ধাক্কা মারে যে গাড়ির কাচ তার মুখে এসে বিঁধে যায়।তারপর অভিনেত্রী মহিমা বলেন, সেই সময় মনে হচ্ছিল আমি হয়তো মারা যাচ্ছি। কেউ আমাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য এগিয়ে আসেননি। হাসপাতালে পৌঁছানোর পরে মা আসেন অজয় আসেন। কিন্তু আয়নায় মুখ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম।

তিনি আরো বলেন, হাসপাতালে চিকিৎসকেরা অস্ত্রপ্রচার করে প্রায় ৬৭টি কাছের টুকরো আমার মুখের থেকে বের করেন। সেই দুর্ঘটনা থেকে সেরে উঠতে আমার বেশ সময়ও লেগেছিলো। সেই সময় আমার হাতে বেশ কয়েকটি ছবি ছিল। কিন্তু সেগুলো ছেড়ে দিতে হয়। আমি চাইনি মানুষ এই ব্যাপারটা জানুক। কারণ তখন মানুষ এত সাপোর্টিভ ছিল না।

তবে মহিমা বর্তমান ইন্ডাস্ট্রি প্রসঙ্গে মহিমা বলেন, “আমার মনে হয় ইন্ডাস্ট্রি এখন সেই লেভেলে চলে যাচ্ছে, যেখানে ফিমেল অ্যাকটার্স সমান এবং ভালো সুযোগ দেওয়া হচ্ছে। তাদের ভালো চরিত্র, ভালো পেমেন্ট, এনডোর্সমেন্ট দেওয়া হচ্ছে এবং তারা ভালো পাওয়ারফুল পজিশনে থাকছেন। তাদের কাছে আগের চেয়ে অনেক ভালো এবং লম্বা ক্যারিয়ার তৈরি হচ্ছে”।

তবে মহিমা বলেন, তিনি যখন ডেবিউ করেন তখন তিনি এমন সাপোর্ট পাননি যেমনটা এখনকার অভিনেত্রীরা পেয়ে থাকেন। আগে অভিনেত্রীদের নিজেদের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখতে হতো। তবে এখন সেসবের বালাই নেই। সে সময় কোনও অভিনেত্রী কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমনটা জানতে পারলেই তাকে সিনেমা থেকে বের করে দেওয়া হতো। কারণ তাদের শুধু ভার্জিন মহিলা নায়িকাই প্রয়োজন ছিল!

Back to top button