লাইফস্টাইল

SkinCare:উজ্বল ত্বক পেতে ফেসপ্যাক তৈরী করুন চালের গুঁড়ো দিয়ে, শিখেনিন তৈরী করার পদ্ধতি

শুধুমাত্র চাল গুঁড়ো দিয়ে আপনি করতে পারে উন্নত মানের ফেস প্যাক। নিতে পারেন ত্বকের যত্ন। ত্বচাল গুঁড়ো ত্বকের বিভিন্ন উপকারে কাজে লাগে যেমন চাল গুঁড়ো মধ্যে ভিটামিন বি থাকার দরুন তোকে নতুন কোষ গজাতে সাহায্য করে এর ফলে ত্বক থাকে ঝলমলে ।এর পাশাপাশি চালের গুঁড়োয় আছে টাইরোসিনান নামের উপাদান যা ত্বকের মেলানিন উত্‍পাদনের হার কমিয়ে আনে।

তো চলুন এবার দেখে নেওয়া যাক এই চাল গুঁড়ো দিয়ে ঠিক কী কী উপায়ে কত রকম উপায়ে নেওয়া যেতে পারে ত্বকের যত্ন প।

১) ট্যান ট্যান আটকাতে:– বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের ত্বকের মধ্যে ট্রেন বা কালো দাগ পড়ে থাকে সেগুলো দূরীকরণে চালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কিভাবে তৈরি করবেন এই ফেস্প্যাক জানাবো আপনাদের তার আগে জানাই ঠিক কী কী লাগবে । ৫ চা চামচ চালের গুঁড়ো৩ চা চামচ কাঁচা দুধ । ২ চা চামচ মধু ।

পদ্ধতি :- উপরোক্ত তিনটি জিনিস কে ভালো করে মেশান এরপর তা ফেসপ্যাক এর মতন করে মুখের মধ্যে লাগান কর্মীর রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুদিন করলে মিলবে মুক্ত চামড়া ।

২) উজ্জ্বলতা ফিরে পেতে :– ঠিক আগের মতন হাত ত্বকের জেল্লা টানি হারিয়ে গেছে কোথায় তাই পুনরায় আবার ঝলমলে ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে ব্যবহার করুন চালের গুঁড়ো উপকরণ হিসেবে লাগবে তিন চামচ চালের গুঁড়া 2 চা চামচ বেসন 2 চামচ মধু এরপর মিশ্রণটি কে ভালো

৩) দাগ ছোপ কমাতে :- আমাদের ত্বকে বিভিন্ন কারণে যেমন পুরনো ফুসকুড়ি ঘা ইত্যাদির কারণে ত্বকে কালো কালো দাগ হয়ে যায় সেই সমস্ত দাগ দূর করতে চান এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ .। এ মিশ্রণটি তৈরি করতে তিন চামচ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়া এবং কিছুটা লেবুর রস লাগবে তারপর মিশ্রনটিকে ভালো মতন তৈরি করে নিতে হবে । তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে শুকনোর জন্য রেখে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন করলেই হবে।

তাহলে উপরে নিয়মগুলো থেকে আপনি অনেকটাই নিজের ত্বকের যত্ন নিতে পারবেন।

Back to top button