বিনোদন

কঙ্গনার অভিনীত সিনেমা ‘থালাইভি’ নিচ্ছে না মাল্টিপ্লেক্স মালিকরা,ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিলো কঙ্গনা রানাওয়াত অভিনীত সিনেমা ‘থালাইভি’র ট্রেইলার। সিনেমার ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই তার অভিনয়ের প্রশংসা করছে অনেকেই। ট্রেইলার দেখার পর অনেক সিনেপ্রেমীরা আগ্রহ প্রকাশ করেছে সিনেমাটি দেখার জন্য।

তবে ভারত জুড়ে ক্রমশ বেড়ে চলা করোনার কারণে আপাতত বন্ধ করে দেওয়া হলো থালাইভি সিনেমার মুক্তি। সিনেমাটি চলতি মাসের ২৩ তারিখ মুক্তির কথা থাকলেও এই মুহূর্তে প্রযোজক রা মুক্তি দিতে নারাজ। সিনেমাটি যে ২৩ তারিখ মুক্তি পাচ্ছে না সেই খবর নিজেই জানিয়েছেন কঙ্গনা।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সেখানে লেখা রয়েছে ‘থালাইভির ট্রেলার মুক্তির পর আপনাদের যে দারুণ সাড়া পেয়েছে, এতে আমরা কৃতজ্ঞ। দলের সবাই অনেক ত্যাগ স্বীকার করেছেন সিনেমাটি নির্মাণের জন্য।’

সেখানে আরও লেখা রয়েছে যে সিনেমাটি নির্মাণ করা হয়েছে একাধিক ভাষাতে। আর সব ভাষাতেই একই দিনে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই মতো ২৩ এপ্রিল তারিখ ছিল ছবি মুক্তির দিন তবে করোনার কারণে পিছিয়ে গেছে সিনেমার মুক্তি।

প্রসঙ্গত, সিনেমাটি নির্মাণ করা হয়েছে তামিল নাড়ু রাজ্যের ছয় বারের মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয় ললিতার জীবনী নিয়ে। তামিল নাড়ুতে জয় লোলিতা পরিচিত ছিলেন ‘আম্মা’ হিসেবে। তবে নতুন এই সিনেমা প্রচারের দায়িত্ব নিচ্ছেন মাল্টিপ্লেক্স গুলি। আর সেই কারণেই হতাশ কঙ্গনা করেছেন ক্ষোভ প্রকাশ। কঙ্গনা ইনস্টাগ্রামে লিখেছেন ‘থালাইভি’র প্রযোজকরা থিয়েটার মালিকদের সমর্থন করার জন্য ছবিটি থিয়েটার মুক্তির সিদ্ধান্ত নিলেও থিয়েটার মালিকরা এখন সিনেমাটি দেখাতে রাজি নন। আমরা সবাই জানি মহামারী থিয়েটার ব্যবসা সহ বেশ কয়েকটি ব্যবসার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। প্রেক্ষাগৃহে দর্শকদের ফেরাতে আমরা শুরু থেকেই চেয়েছিলাম ছবিটি প্রেক্ষাগৃহেই মুক্তি দিতে। যার ফলে আমরা ওটিটি কিংবা কোন ডিজিটাল প্লাটফর্মের দিকে শরণাপন্ন হইনি। উল্টো আমরা বেশ কিছু ডিজিটাল প্লাটফর্মকে প্রত্যাখান করেছি। কিন্তু সত্যিই আমাদের ধারণার বাইরে ছিল যে ‘থালাইভি’ মুক্তির জন্য প্রেক্ষাগৃহগুলি আমাদের সমর্থন করবে না।”

তিনি আরো বলেন, “হিন্দিতে ছবিটির উৎপাদন খরচ মেটানোর জন্য আমরা ২ সপ্তাহের একটি উইন্ডো পেয়েছি যা প্রেক্ষাগৃহগুলি গ্রহণ করছে না। আমরা বুঝতে পারছি মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি এখনো তেমন নিয়ন্ত্রণে আসেনি, যেটি হল মালিকদের অন্যতম ভয়ের কারণ। কিন্তু ছবিটি যেহেতু হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগুতে নির্মিত তাই দক্ষিণ ভারতেও আমরা ৪ সপ্তাহের একটি উইন্ডো পেয়েছি। কিন্তু মাল্টিপ্লেক্সগুলি আমাদের চলচ্চিত্রটি সেখানেও মুক্তি দিচ্ছে না। পাশাপাশি বড় প্রোডাকশন হাউসের অজুহাত দেখাচ্ছেন।

আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে তারা যখন বড় প্রোডাকশন হাউসের প্রভাবে একক প্রযোজককে ধ্বংস করছে কিন্তু প্রেক্ষাগৃহে কম সংখ্যক মানুষের উপস্থিতির কারণে যদি শোগুলি বাতিল করা হয়, তাহলে প্রোডাকশন হাউসের সাথে তাদের চুক্তি কি বৈধ হবে? আমি মনে করি গ্যাংসিজম এবং গ্রুপিজম এখন থাকা উচিত নয় এবং থিয়েটার এবং মাল্টিপ্লেক্স মালিকদের দর্শকদের প্রেক্ষাগৃহমূখী করার কথা ভাবা উচিত।”

Back to top button