‘শুভ জন্মদিন আমার সোনা মা’-মেয়ে আলিসার জন্মদিনে আবেগী বার্তা দিলেন সুস্মিতা সেন
ভারতের এমন একজন বাঙালি মহিলা যিনি প্রথমবারের জন্য হয়েছিলেন মিস ইউনিভার্স। ১৯৯৪ সালে তিনি ‘মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্স’ এই দুইয়ের খেতাবই জিতেছিলেন সুস্মিতা সেন। তখন তার বয়স ছিল মাত্র ১৮। অসম্ভবকে সম্ভব করেই দেখিয়েছিলেন ১৯৯৪ সালে বছর ১৮ র ওই মেয়েটি। সঙ্গে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ব্রহ্মাণ্ড সুন্দরীর তাজ এক্কেবারে ছিনিয়ে নিয়ে বিশ্ব ইতিহাস রচনা করে নিয়েছিলেন এই বঙ্গতনয়া সুস্মিতা সেন।প্রায় ৭৭ টি দেশের সুন্দরীদের মধ্যে সেরার সেরা হিসেবে নির্বাচিত হন এই বাঙালি কন্যা। এই বছর ২৭ বছরে পা রাখল সুস্মিতার এই বিশ্ব জয়ের। তার সেই জয় সমস্ত বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল। সেই কথাও জানিয়েছিলেন সুস্মিতা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। লিখেছিলেন, “যে ম্যানিলা তাঁকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব এক্সাইটেড।”
লড়াই করে বেঁচে থাকাটার নামই জীবন। অনেকে নিজের জীবনের সাথে লড়াই করতে পারে না অনেকেই লড়াই করতে গিয়ে হেরে যায়। আর যারা লড়াই করে নিজে নিজের উপর ভরসা করে বেঁচে থাকে তাদের মত সুখে বা খুশিতে হয়তো কেউ থাকতে পারে না। তেমনই হলেন ভারতের বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। তিনি বিয়ে না করেও বর্তমান দুটি কন্যা সন্তানকে দত্তক নিয়ে মা হয়েছেন।
সুস্মিতা সেন তার সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তার মেয়ে আলিশার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে তাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। ভিডিওর ক্যাপশনে সুস্মিতা লিখেছেন “God’sশ্বরের সবচেয়ে মূল্যবান উপহার এবং আমার জীবনের ভালবাসার জন্য … শুভ জন্মদিন আমার শোনা মা !! মঙ্গল, দয়া ও ভালবাসা !!! আমি তোমাকে নিয়ে গর্বিত !!!
View this post on Instagram