TRP: ফের বাংলার সেরা সকলের প্রিয় ‘মিঠাই’, ‘সর্বজয়া’, শুরুতেই দিলো চমক, রইলো টিআরপি তালিকা
সিদ্ধার্থ-মিঠাইয়ের ম্যাজিকাল জুটির পাশাপাশি বাকি সবাই পিছিয়ে। কোনোভাবেই ‘মিঠাই’ ধারাবাহিকে টলানো যাচ্ছে না। প্রতিদিনই থাকছে নতুন নতুন টুইস্ট। এইতো সিদ্ধার্থ-মিঠাই এখন তোর্সার সামনেই হিন্দি গানে ড্যান্স করে দেখিয়ে দিল, অন্যদিকে অপু বাজিমাৎ করলো আসল গয়না বাঁচিয়ে। এদিকে সদ্য শুরু হওয়া ‘সর্বজয়া’ অন্যান্য তাবড় তাবর ধারাবাহিকে টেক্কা দিচ্ছে। চলুন দেখে নিই লম্বা TRP লিস্ট।
১.মিঠাই – ১১.০
২.অপরাজিতা অপু – ৯.০
৩.সর্বজয়া – ৮.৫ (ওপেনিং)
৪.যমুনা ঢাকি – ৭.৯
৫.কৃষ্ণকলি – ৭.৪
৬.খড়কুটো – ৭.৩
৭.কড়ি খেলা – ৭.২
৮.ধুলোকণা – ৬.৭
৯.রানী রাসমণি – ৬.৫
১০.শ্রীময়ী – ৬.৪
সদ্য শুরু হয় সর্বজয়া। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বছরের পর লাইট ক্যামেরা অ্যাকশন এর মুখোমুখি হন দেবশ্রী রায়। প্রথম দিকে জুটেছে অনেক সমালোচনা। কিন্তু, ধারাবাহিকের টি আর পি বলে দিচ্ছে, দেবশ্রীর রায়ের জনপ্রিয়তা এখনও কমেনি।
১১.মহাপীঠ তারাপীঠ – ৬.২
১২.এই পথ যদি না শেষ হয় – ৬.০
১৩.দেশের মাটি – ৫.৮
১৪.খেলাঘর – ৫.৪
১৫.মন ফাগুন ও গঙ্গারাম – ৫.৩
১৬.বরণ – ৫.১
১৭.রিমলি – ৪.৫
১৮.জীবন সাথী – ৪.২
১৯.গ্রামের রাণী বীণাপাণি – ৪.১
২০.শ্রীকৃষ্ণ ভক্ত মীরা – ৩.৮
২১.রাধাকৃষ্ণ – ৩.১
২২.ফেলনা – ৩.০
২৩.মোহর – ২.৭
২৪.মঙ্গলময়ী সন্তোষী মা – ২.৩
২৫.তিতলি, সাঁঝের বাতি ও ধ্রুবতারা – ২.০
২৬.জয় হনুমান – ১.০
চলুন দেখে নিই রিয়্যালিটি শোগুলি কে কাকে টক্কর দিচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো আগামী ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে থাকছেন সানি লিওনি, রেমো ডিসুজা, হেলেন। অন্যদিকে ড্যান্স বাংলা ড্যান্স অনুষ্ঠানে বহুবছর পর জিৎ কোয়েল মল্লিককে একসঙ্গে দেখা যাবে।
১.ড্যান্স বাংলা ড্যান্স – ৬.০
২.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৪.২
৩.দিদি নাম্বার ওয়ান – ৩.৮
৪.রান্নাঘর – ১.৫