কাজের খোঁজে রোজ হাজারো মেসেজ আসে স্বর্ণেন্দুর কাছে, কি বার্তা দিলেন ‘এই পথ যদি না শেষ হয়’র পরিচালক?
বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় পরিচালক হলেন স্বর্ণেনমদু সমাদ্দার। বর্তমান তিনি ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পরিচালনা করছেন। তিনি যেহেতু পরিচালক তাই তার কাছে অপশন থাকে নতুন কাউকে কিছু সুযোগ করে দেওয়ার। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন পরিচালক মশাই। রোজ রোজ কাজ চেয়ে তার কাছে আসে প্রচুর মেসেজ। নানাসময় নানারকম কথার মাধ্যমে কাজ চেয়ে থাকেন অনেকেই।
এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন পরিচালক স্বর্ণেন্দু। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ও নিখেছেন,”সারাদিনে আমার মেসেঞ্জার এ অগণিত রিকোয়েস্ট আসতে থাকে অভিনয়ে সুযোগ দেওয়ার জন্য…আমার আপনাদের কাছে কয়েকটা কথা বলার…আমার পক্ষে সকলকে সুযোগ দেওয়া সম্ভব না বিশ্বাস করুন,আমি চাইলেও সেটা পারবোনা…আমি একজন সামান্য পরিচালক আর একটি প্রযোজনা সংস্থার সাথে যুক্ত,আমার পক্ষে যদি সম্ভব হতো আমি সবাইকে সুযোগ দিতাম…আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না যদি সবাইকে সুযোগ দিতে পারতাম…”।
শুধু তাই নয় এর পাশাপাশি তিনি নতুনদের উদ্দেশ্য করে বলেছেন। আবার অনেকেই ভাবেন যে হয়তো আমার দ্বারা আর কিছু হবে না তাই অভিনয়টাকে একটু ট্রাই করে দেখি। তিনি এরকমটা ভাবতে ভুল বলেছেন। কারণ অভিনয় তো অত সোজা না। স্বর্ণেন্দুর কথায়,’অভিনয় অত সোজা কোনো জিনিস নয় যে সেটা সবার পক্ষে সম্ভব হবে…আর হিরো হিরোইন হওয়ার জন্য দয়া করে আমাকে কেউ মেসেজ করবেন না…সর্বোপরি আত্মবিশ্লেষণ টা ভীষণ জরুরি,নিজেকে আগে বিচার করুন, আপনি যে সুযোগ টা চাইছেন আপনি কি আদৌ সেটার যোগ্য !”
পাশাপাশি পরিচালক নিরাশ করেননি তবে সকলকে তো আর সুযোগ করে দেওয়া সম্ভব না। তাই তিনি বলেছেন যারা আত্মবিশ্লেষণে বিশ্বাসী তাদের তাদের জন্য মেইল আইডি শেয়ার করে লিখেছেন, “যারা যারা আত্মবিশ্লেষণ করার পর মনে করবেন আপনারা যোগ্য তারা নিজের দুটো ছবি সহ নিম্নলিখিত মেইল আই ডি তে মেইল করবেন…কারুর ব্যক্তিগত কারণ দেখিয়ে সুযোগ চাইবেন না ওভাবে কাজ হয়না…”।
তিনি বর্তমানে একজন বেশ জনপ্রিয় অভিনেতা। তিনি বরাবর কিছু নতুন মুখদের সুযোগ করে দেন । তিনি নিজেও জানিয়েছেন যে তার নতুনদের সাথে কাজ করতে ভালো লাগে।