গায়ক তথা বিজেপি প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবার রাজনীতি থেকে চিরতরে বিদায় গ্রহণ করার কথা জানালেন। অর্থাৎ তিনি এবার গেরুয়া শিবির ছাড়তে চলেছেন। বাবুল সুপ্রিয়র মতে সমাজসেবার মন থাকলে রাজনীতি করার প্রয়োজন নেই। শনিবার রাজনীতি ছাড়ার ঘোষণা করে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন বাবুল সুপ্রিয়। কিন্তু সেখানে তিনি সাংসদ পদ ছাড়বেন কিনা, সেবিষয়ে প্রথমে সাংসদ কোনও মন্তব্য করেননি।
তবে জানা যাচ্ছে ঘনিষ্ঠ মহল, বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলেই তিনি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন।প্রসঙ্গত, বাবুলের প্রথম পোস্ট প্রসঙ্গে টুইটারে কুণাল ঘোষ উল্লেখ করেন, ‘লোকসভা চলছে। স্পিকার বসে আছেন। সেখানে ইস্তফা না দিয়ে ফেস বুকে নাটক।’ পাশাপাশি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি সংবাদমাধ্যমে জানান মাইনে নেবো না বাড়ি ছাড়বো এটা হতে পারে না। তার কথামত বিজেপির অন্দরের কিছু কথা এবার সামনে আসছে।
আসানসোলের বিজেবি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় জোর চর্চা। রাজনৈতিক সন্ন্যাসের পাশাপাশি কি তবে BJP সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছেন তিনি? এই প্রশ্নই উঠতে শুরু করে।রাজনীতি ছাড়া নিয়ে ফেসবুকে স্পষ্ট বার্তা দিয়েছেন বাবুল।’চললাম, আলভিদা…’, এই শব্দগুলি হইচই ফেলেছে জাতীয় রাজনীতিতেও। বাবুলের রাজনীতি ছাড়ার এই ঘোষণা মেনে নিতে পারছেন না অনেক অনুরাগীরাই। কিন্তু এবার বাবুলকে ‘ময়দান’ ছেড়ে না যাওয়ার বার্তা দিলেন তাঁর অন্যতম প্রতিপক্ষ মদন মিত্র। গান গেয়ে মদনের বার্তা ‘কভি আলভিদা না কেহনা।’
এদিন বাবুল সুপ্রিয় আরও লিখেছেন যে,”বিগত কয়েকদিনে বার বার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সঙ্কল্প নিয়ে গেছি এবং আমি ওঁদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওঁরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন।”শনিবার একটি বিস্ফোরক ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয়। এরপর থেকেই আলোড়ন পড়েছে বঙ্গ রাজনীতিতে। তবে তিনি কেন রাজনীতি ছাড়তে চান সেই বিষয়ে দীর্ঘ পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়।