বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা, ইন্ডিয়ান আইডল ১২’-এর ফাইনালে উপস্থিত থাকছেন না নেহা কক্কর! জল্পনা তুঙ্গে
গায়িকা নেহা কক্কর ‘ইন্ডিয়ান আইডল ১২’ তে প্রথম থেকেই বিচারকের আসনে ছিলেন। এর মধ্যে সেই শো-এর গ্র্যান্ড ফিনালে হতে চলেছে খুব শীঘ্রই। তার পাশাপাশি এই শো নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে নানারকম বিতর্ক চলছিল। সেই বিতর্কের জেরেই শো থেকে সরে গিয়েছিলেন বিশাল দদলানি। এবার শোন এ যাচ্ছে যে গায়িকা নেহা কক্কর থাকছেন না ইন্ডিয়ান আইডল -এর গ্র্যান্ড ফিনালেতে। ১৫ ই অগস্ট, স্বাধীনতা দিবসের দিন হতে চলেছে ‘ইন্ডিয়ান আইডল-১২′-এর গ্র্যান্ড ফিনালে।পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল, শন্মুখপ্রিয়া’রা থাকছেন গ্র্যান্ড ফিনালেতে।
গায়িকা এই শো-এর প্রথম দিন থেকেই বিচারকের আসনে থাকলেও করোনা অতিমারীর কারণে তিনি মুম্বাই শুটিং স্পট মুম্বই থেকে দমনে শিফট হয়ে যাওয়ার পর এই শো- এর কয়েকটি পর্বে ছিলেন। কিন্তু মুম্বাই থেকে দমনের দূরত্ব বেড়ে যাওয়ায় সমস্যা দেখা দেয়। যার কারণে তাঁকে রিপ্লেস করে নিয়ে আসা হয়েছে সোনু কক্করকে। সোনু কক্কর নেহা কক্করের দিদি। শোনা গেছে গায়িকা নেহা এতদিন ধরে কাজ করার পর এবার একটু বিরতি চান । আবার অপরদিকে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। অবশ্য এই বিষয়ে তিনি মুখ খোলেননি। এইসব ব্যাপার নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে।
বহু হিট গান দর্শকদেরকে উপহার দিয়েছেন তিনি। তার গান যেকোনো পার্টি বা বার্থডে যেকোনো জায়গাতেই ফিট। এখনও পর্যন্ত তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে-ইয়ারিয়া চলচ্চিত্রের “সানি সানি”, দ্য শৌকিন্স চলচ্চিত্রের “মানালি ট্রান্স”, গাব্বার ইজ ব্যাক চলচ্চিত্রে হানি সিংয়ের সাথে “আও রাজা”, ফাটা পোস্টার নিকলা হিরো চলচ্চিত্রের “ধাতিং নাচ”, কুইন চলচ্চিত্রের “লন্ডন তুমাকদা”, সত্যমেব জয়তে চলচ্চিত্রের “দিলবার” এরকম আরও বহু হিট গান সকল দর্শকদেরকে উপহার দিয়েছেন তিনি। নিজের পরিচয় তৈরী করেছেন রিমেক কুইন নেহা কক্কর।
বলিউড কুইন নেহা কক্করের জীবনে ২০২০ বেশ ভালোই কাটে। ২০২০ তার জীবনটা পরিবর্তন করে দেয়। এই ২০২০ তাই আলাপ হয় রোহানপ্রীতের সাথে । রোহান আগে থেকেই ফ্যান ছিল নেহার এরপর যখন নেহার সাথে আলাপ হয় তখন ধীরে ধীরে কথা বলতে শুরু করেন তারা। এরপর একদিন নেহাকে নিজের মনের কথা জানিয়ে দেয় রোহন। কিন্তু নেহা প্রথমে রাজি না থাকলেও পরে রোহনের কথায় রাজি হয়ে যায়। আগের বছরই বেশ ধুমধাম নিজের বয়সের থেকে ছোট রোহনপ্রীত সিং নামের এক পাঞ্জাবি গায়কের সঙ্গে বিয়ে করেন। আর বিয়ের পরে বেশ মজা করে হানিমুনে যান দুবাইতে।
View this post on Instagram