বিনোদন

বাবার কাছে ‘মার’-এর ভয়ে করেছিলেন নাম বদল, ফল বিক্রেতা ইউসুফ খান হয়েছিলেন ‘দেবদাস’

বলিউডের প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। এই অভিনেতার মৃত্যুকালে বয়স ছিল ৯৮ বছর। আজ বুধবার হঠাৎ আচমকা সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার । দিলীপ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র জগতে সকলেই। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও । জানা যায়, ১৯৪৪ সালে সিনেমা জগতে পা রাখেন তিনি । ‘নায়া দর’, ‘মুঘল-ই-আজম’, ‘দেবদাস’, ‘রাম অওর শ্যাম’, ‘আন্দাজ’, ‘মধুমতী’ এবং ‘গঙ্গা-যমুনা’র মতো একাধিক হিট ছবিতে কাজ করেছিলেন এই অভিনেতা ।এরপর তিনি শেষ অভিনয় করেন ১৯৯৮ সালে ।

জানা গিয়েছে, ১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। দিলীপ কুমারের আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। তার বাবা ছিলেন একজন ফল ব্যবসায়ী ছিলেন। নাম ছিল মোহাম্মদ সারোয়ার খান। ছোটবেলায় মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান অর্থাৎ বলিউডের এই অভিনেতা । কিন্তু কয়েক বছর সেখানে কাজ করার পর বাবার কাছে এসে বাবার সঙ্গে কাজে লেগে পড়েন তিনি । আর সেই সূত্রেই আলাপ হয় সেসময়ের প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে। যিনি তাঁকে ‘বোম্বে টকিজ’ এর মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন ।

এরপর তাঁর কাছে ‘জোয়ার ভাঁটা’য় অভিনয় করার প্রস্তাব আসে ।যার ফলে তিনি বদলে ফেলেছিলেন নিজের নাম।ইউসুফ খান থেকে হয়েছিলেন দিলীপ কুমার । আর তাকে এই নাম রাখতে সাহায্য করেছেন তাঁর প্রথম ছবির প্রযোজক দেবিকা রানি। সেই সময় জনপ্রিয়তা পেতে মানুষ নিজের নামও পাল্টে ফেলতো। যা ছিল খুবই সাধারণ ব্যাপার। তবে দিলীপ কুমার নাম বদল করেছিলেন অন্য কারণে। বাবার কাছে মার খাওয়ার ভয়েই নাকি এমন সিদ্ধান্ত তার ।

 

Back to top button