বিনোদন

গল্পে নতুন চমক, ভগবানকে সাক্ষী রেখেই উর্মিকে সিঁদূর পরিয়ে দিলেন ‘এই পথ যদি না শেষ হয়’-এর সাত্যকি!

গত বছর করোনা আবহয়ের জন্য নতুন কোনো ধারাবাহিক আসেনি টেলিভিশনের পর্দায়। কিন্তু নতুন বছর শুরু হতেই বহু নতুন ধারাবাহিক এসেছে দর্শকদের জন্য। এই বছরেই গত ১২ ই মার্চ টেলিভিশনের পর্দায় আসে নতুন ধারাবাহিক,”এই পথ যদি না শেষ হয়”।ইতোমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক।

গল্পের মধ্যে উর্মি ও সাত্যকি তাদের পরিবারের সাথে সাথে বলতে চলেছে কলকাতা শহরের গল্প। এই গল্পের উর্মি একজন শহরের উচ্চবিত্ত পরিবারের ছেলে কিন্তু তার বিপরীতে থাকা সাত্যকি একজন মধ্যবিত্ত হাসি-খুশি পরিবারের ছেলে। ধারাবাহিকের অভিনেত্রী উর্মি পরিবারের সকলের মন রক্ষার্থে খেলাধুলা, নাচ বা ফটোগ্রাফি শেখে। তারপরেও সে ট্যাক্সি চালানো শিখে নেয়। আর তারপরেই এই ট্যাক্সি নিয়েই গল্প।

ট্যাক্সি চালাতে চালাতে সত্যকির সাথে উর্মির প্রথম দেখা হয়। কিন্তু একদিন উর্মি বাড়ি ফেরার পথে উর্মিকে একদল ছেলে ধাওয়া করে। আর সেটা দেখে নম্র ভদ্র একজন ট্যাক্সি চালক সাত্যকি উর্মিকে বাঁচায়। উর্মি যে সেরকম ভালো চালক তা নয় তার উপর সে বেপরোয়া।গল্পের মধ্যে নানারকম পরিস্থিতি সৃষ্টি হয়। হঠাৎ করেই একদিন উর্মি চলে আসে সত্যকির বাড়িতে। সেখানে এসে তার পরিবার দেখে সে অবাক। পরিবারের সকলের সরলতা একাত্ম দেখে ভালোবাসতে শুরু করে উর্মি। সেখানে এসে উর্মি শেখেও স্বাধীনভাবে বাঁচার আসল মানে।

এরপরেই ধীরে ধীরে শুরু হয়ে যায় উর্মি আর সত্যকির প্রেমের রসায়ন। লকডাউনের কারণে সিরিয়ালে সপ্তাহ দু-সপ্তাহ বিরতি থাকলেও, এবারে নতুন চমক নিয়ে ফিরছে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। সপ্রতি ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে ঊর্মিকে সিঁদূর পরিয়ে দিল সাত্যকি। তবে যা বোঝা গেল গোটা ঘটনায় হয়েছে উর্মির বুদ্ধিতে। কিন্তু উর্মির পরিবার কোনোভাবেই মানতে রাজি নন উর্মি আর সত্যকির এই বিয়ে। কিন্তু সত্যকির পরিবার সেখানে রুখে দাঁড়ায়। যেমনই হোক বিয়ে তো হয়েছে। এর পরের পর্বগুলোতে থাকছে নতুন চমক।

Back to top button