বিনোদন

সত্যিই কি বাড়লো সম্পর্কের দূরত্ব! নুরতের বেবি বাম্পের শেয়ার করা ছবিতে নেই ‘বনুয়া’ মিমি, জল্পনা তুঙ্গে

নুসরতের মা হওয়ার খবরে সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া তোলপাড় হয়ে গেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নুসরতের বেবি বাম্পের ছবি।কিন্তু সেই ছবিতে নেই তার ‘বনুয়া’ মিমি। ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তী ও তনুশ্রীকে। তাহলে কি সত্যিই বেড়ে গেল দুজনের দূরত্ব? মিমি চক্রবর্তীর সাথে মিমির সম্পর্ক বহুদিনের। তাহলে কি কারণে সেখানে মিমি নেই প্রশ্ন দানা বাঁধছে নেটিজেনদের মনে। যেকোনো জায়গাতেই তাদের একসাথেই দেখা যেত। যেকোনো পার্টি হোক বা কোনো অনুষ্ঠান।

টলিউডের বর্তমান সবথেকে হট নিউস হল নুসরতের মা হওয়ার খবর। যার জন্য টলিপাড়ায় চলছে জোর জল্পনা। সকলের মুখে একটাই কথা নুসরত মা হতে চলেছে কিন্তু সন্তানের বাবা কে? এই প্রশ্ন সকলেরই মনে দানা বাঁধছে। আবার ও জানা যায় যে সেপ্টেম্বরেই মা হতে চলেছেন নুসরত। কিন্তু এবারে সরাসরি প্রকাশ পেল নুসরত জাহানের বেবী বাম্পের ছবি।

তবে এই নিয়ে যশ-নুসরত-নিখিল এখনো মুখ খোলেননি ।এর মাঝেই খবর মা হতে চলেছেন নুসরত জাহান। এই খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছেন, তিনি নুসরতের সন্তানের বাবা নন। এমনকি গত ৬মাস ধরে তাদের মধ্যে কোনোরকম সম্পর্ক নেই বলে জানিয়েছেন নিখিল জৈন। অন্যদিকে নেটিজেনদের থেকে প্রশ্ন উঠেই আসছে তাহলে নুসরাতের গর্ভের সন্তানের বাবা কে? আর এটা জানার জন্যই অপেক্ষায় ছিলেন নেটিজেনরা।

অভিনেত্রী নুসরত নিজেই বিবৃতি জারি করে সাফ জানিয়ে দিলেন, তিনি নিখিলের সঙ্গে সহবাস করেছেন।এটা বিয়ে ছিল না। কারণ বিয়ে সামাজিক ও আইনি দুই মতেই হওয়া প্রয়োজন। নিখিল আর নুসরতের আইনি বিয়ে হয়নি।তবে তারা দুজনেই একসঙ্গে ছিলেন বলে জানিয়েছেন নুসরাত জাহান। এমনকি নুসরাত জানান, বিয়ে যখন হয়নি, তখন বিচ্ছেদের প্রশ্নই ওঠে না এই সম্পর্কে। এদিকে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসতেই সকলের মনে নানান প্রশ্ন। সবাই নুসরতের আসল রূপ দেখে নেয়।

Back to top button