বাবার হাত ধরেই ছোট্ট ইউভান পৌঁছলেন ব্যারাকপুরে! এলাকাবাসীদের সাথে ছেলের পরিচয় করালেন বিধায়ক রাজ
টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। তিনি পরিচালনার পাশাপাশি এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন। ভোটের কাজে ব্যাস্ত থাকার ফলে বাড়ি ছেড়ে থাকতে হয়েছে ব্যারাকপুরে পরিচালক। স্ত্রী ও ছেলে ইউভান ও বিলাসবহুল বাড়ি ছেড়ে ভোট প্রচারের কাজে ব্যাস্ত ছিলেন। ২ রা মে রেসাল্টের পর মান রক্ষা করেছেন শুভশ্রীর কথার। অবশেষে নিজেকে জয়ী করেন পরিচালক।
কিন্তু চারদিকে যে মারণ ভাইরাস করোনা গ্রাস করে নিয়েছে। তাই বিধায়ক রাজ রাস্তায় মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন পথে নেমে। এমনকি একজন বৃদ্ধা মহিলাকে তিনি মুখে মাস্ক পরিয়ে দিলেন। রাজের এই কর্মকান্ড তাঁর ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে। ভোটের আগে রাজ মানুষকে নানারকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শপথ নেওয়ার পড়তে নেমে পড়লেন কাজে। তার পাশাপাশি নানান কাজে এগিয়ে আসছেন রাজ চক্রবর্তী।
একমাত্র ছেলে ইউভানের জন্ম হওয়াতে ভাগ্য খুলে গেল পরিচালক রাজের। এবারের নির্বাচনে দাঁড়িয়ে সেখানকার বিধায়ক নির্বিত হলেন তিনি তার পাশাপাশি এখন জন সেবায় মন দিয়েছেন রাজ চক্রবর্তী।বর্তমানে বিধায়ক রাজকে বেশিরভাগ সময়ই দেখা যায় ব্যারাকপুরে নানান জায়গায়। ওই এলাকার মানুষ এবং পাশের এলাকার মানুষও রাজকে রীতিমত সোশ্যাল মিডিয়া মারফৎ নিজেদের সুবিধা অসুবিধার কথা জানাচ্ছেন।
তখনো তিনি বিধায়ক হয়ে ওঠেন নি, নির্বাচিত প্রার্থী ছিলেন মাত্র… ছেলে ইউভানের সাথে পরিচয় করেছিলেন বাকি খুদেদের… তখন অনেকে নাটক বলেছিল, আশা করি তাদের ভুল ভেঙেছে… বিধায়ক আছেন ঠিক আগের মতনই – মানুষের সাথে মানুষের পাশে🙏@iamrajchoco ❤️ pic.twitter.com/L46NIXiUEX
— RIMON (@IRIMONDEY) June 6, 2021
কিন্তু কিছু লোক আছেন যারা সমস্ত জায়গায় কিছু না কিছু ভুল খুঁজে বেড়ান। অন্যের ভালোটা চোখেই পড়েনা। এবারে, রাজের এক অনুরাগী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তী ভোটের প্রচারের সময় তার ছেলের ছবি মোবাইলে সকলকে দেখাচ্ছে। অনেক বাচ্চাই ইউভানের ছবি দেখে খুশি। এইরকম ভিডিও সদ্য পোস্ট করে ওই অনুরাগী লেখেন, “তখন অনেকে নাটক বলেছিলেন,দেখুন উনি এখনও পাল্টায়নি, বিধায়ক আছেন ঠিক আগের মতই”। মুহূর্তে তার এই ভিডিও ছড়িয়ে পরে চারিদিকে।