বিনোদন

বিশ্ব পরিবেশ দিবসের দিন জীবনের সেরা উপহার পেলেন, রান্নাঘন’-এর রানী সুদীপা

সারা দেশে করোনার কঠিন পরিস্থিতি। লকডাউনের জেরে সমস্ত কিছুই বন্ধ হয়ে পরে আছে। কঠিন পরিস্থিতির মাঝে মানুষের মধ্যে দেখা দিচ্ছে অক্সিজেন সংকট। বর্তমান পরিস্থিতি আমাদের বুঝিয়ে দিয়েছে যে এই করোনা অতিমারীর কারণে আমাদের প্রকৃতির কাছাকাছি থাকাটা কতটা জরুরি। গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে একদিকে বরফ গোলে যাচ্ছে তাছাড়া নদীর জল শুকিয়ে যাচ্ছে। তার সাথে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। এই কঠিন পরিস্থিতির মাঝে পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব সকলেরই আছে।

মানুষই এইসবের জন্য দায়ী এর পাশাপাশি মানুষই পারে এই কঠিন সমস্যা থেকে পৃথিবীকে বাঁচাতে। পৃথিবীকে রক্ষা করতে পারি আমরাই। যদি গাছের যত্ন নিই। প্রতি মাসে যদি আমরা একটা করে ফুলের গাছ লাগাই তাতে করেও পরিবেশ অনেকটা উন্নত হয়ে উঠবে। পাশাপাশি পরিবেশ থেকে গাছ কাটা বন্ধ করা উচিত। দেশের অনেক জায়গায় বোন জঙ্গল কেটে গড়ে উঠছে নতুন নতুন সব কংক্রিটের জঙ্গল। সকলে যদি একটু সচেতন হয় তাহলে কিছুটা রক্ষা পাওয়া যায় এর থেকে।

গত কালই ছিল ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ পালন করে।এই দিনে বহু সেলিব্রিটিরা বৃক্ষরোপন উৎসব পালন করেছেন। সম্প্রতি, রান্নাঘরের রাণী পেয়েছেন ছোট একটা চারাগাছ। জি বাংলার তরফ থেকে বিশ্ব পরিবেশ দেশ উপলক্ষে নতুন চারাগাছ উপহার হিসেবে পেয়েছেন সুদীপা। তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনবি ক্যাপশনে লিখেছেন, “যতদিন এ দেহে আছে প্রান/ প্রানপন পৃথিবীর সরাবো জন্জাল/ এ পৃথিবীকে, এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি/ নবজাতকের কাছে,এ আমার দৃঢ় অঙ্গীকার।”

বাংলা টেলিভিশন শো-এর মধ্যে জী বাংলায় অত্যন্ত জনপ্রিয় শো সুদীপার ‘রান্নাঘর’। বিকেল হলেই কাজের শেষে বাড়ির মা-কাকিমার সকলেই টিভির সামনে বসে পড়েন রান্নাঘর-এ সুদীপার নানা রকম রান্নাবান্না দেখার জন্য। সুদীপার ‘রান্নাঘর’ অনেকের কাছেই খুব প্রিয় একটি শো। এই শো-এর মাধ্যমে তিনি করেছেন বাংলার মানুষের মন জয়।

Back to top button