বিনোদন

‘তোমার মত করেই ফুটে উঠবে তুমি’, মা হওয়ার গুঞ্জনের মধ্যেই ইন্সটা পোস্টে বার্তা নুসরতের

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি বিয়েটাও সেরে ফেলেছিলেন। তার পাশাপাশি অভিনেত্রীর আরেকটি পরিচয় হল তিনি একজন তৃণমূল সাংসদ। ২০১৯-এ ব্যাবসায়ী নিখিল জৈনের সাথে নিজের বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী খুব ধুমধাম করে। স্বামী সংসার ও রাজনীতি সবকিছু সামলে নিচ্ছিলেন অভিনেত্রী কিন্তু হঠাৎই সম্পর্কে চির ধরে। বর্তমানে টলিউড অভিনেতা যশ-এর সাথে সম্পর্কে রয়েছেন। নানা সময় তাদের একসাথে সময় কাটাতে দেখা যায়।

এর মধ্যেই খবর মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। টলিপাড়ার অলিতে-গলিতে এখন একটাই কিসসা। গতকাল সকাল থেকেই নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুম উড়েয়েছিল। আর অন্যদিকে নুসরতে স্বামী নিখিল জৈনের কাছে একের পর এক ফোন আসছে গতকাল সকাল থেকে। আর সেই ফোনে রীতিমতো তিতিবিরক্ত নুসরতের প্রাক্তন নিখিল।নুসরতের গর্ভের সন্তানের বাবা বলে নিজেকে মানতে নারাজ নিখিল, এমনটাই নিখিল সোজাসোজি জানিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমে। তবে তার চেয়েও বেশি হতবাক হয়েছেন তার প্রতিক্রিয়া জানতে চাওয়ায়।

নিখিল জানান, ‘নুসরত যে মা হতে চলেছেন এই কথা আমি জানিও না। কারণ আমার সঙ্গে নুসরতের কোনও যোগাযোগ নেই। এবং প্রায় ৬ ধরে আমরা আলাদা আছি।’ এমনকি নিখিল আরো জানান, ‘নুসরত এখন যে সঙ্গীর সঙ্গে রয়েছে তার সঙ্গেই যেন ভাল থাকে। ঈশ্বর ওদের মঙ্গ ল করুক। এবং আমিও আমার মূল্যবোধ নিয়ে ভাল আছি। ‘ এরপর থেকেই নেটিজেনদের অনেকেই প্রশ্ন করছে তাহলে নুসরতের গর্ভের সন্তানের বাবা কে? যদিও এই নিয়ে কোনো রকম উত্তর মেলেনি।

তবে এবার ইন্সটা পোস্টে মুখ খুললেন নুসরাত জাহান। নিজের ইনস্টা স্টোরিতে টলিউড অভিনেত্রী নুসরত লিখেছেন, ‘তোমার মত করেই ফুটে উঠবে তুমি’ । সঙ্গে একটি গোলাপ ফুলের ছবি দিয়েছেন অভিনেত্রী । অনেক না বলা কথা এই ছোট্ট পোস্টের মধ্যে দিয়েই যেন বলতে চেয়েছেন নুসরাত জাহান । অন্যদিকে, নিজের দু’টি ছবি পোস্ট করে টলিউড অভিনেতা যশ দাসগুপ্ত লিখেছেন, ‘অফ গার্ড’, তবুও লক্ষ্যে স্থির।’ তবে এখানেই শেষ নয়, ইনস্টা স্টোরিতে প্রাক্তনের সঙ্গে ডেট করা নিয়ে মজার একটি পোস্ট শেয়ার করেছেন যশ । যেখানে লেখা, ‘তুমি কারোর প্রাক্তনকে ডেট করছ, কেউ আবার তোমার প্রাক্তনকে ডেট করছে, তোমার প্রাক্তন আবার অন্য কারোর প্রাক্তনকে জীবনে পেয়েছে, আমরা সকলেই প্রাক্তন পুরুষ।’

 

View this post on Instagram

 

A post shared by Yash (@yashdasgupta)

Back to top button