‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পরীক্ষামূলকভাবে প্রতিষেধক টিকা দেওয়ার প্রথম ধাপ শুরু হয়েছে’
বিশ্বজুড়ে চলছে করোনার আতঙ্ক। আর এই আতঙ্কে ত্রস্ত চীন থেকে শুরু করে গোটা আমেরিকা।তবে এই আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর দিলো মার্কিন যুক্ত রাষ্ট্র।
করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে প্রথমবার ৪ জনকে দেওয়া হয়ে গেছে এই ওয়াশিংটনের কায়সার পার্মানেন্ট রিসার্চ ফ্যাসিলিটিতে দেওয়া হয়েছে এই টিকা।ওই ব্যক্তিদের ৪ সপ্তাহ পরে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।আর এই টিকা পরীক্ষা নিরীক্ষার পর বাজারে আসতে সময় লাগবে আরো কয়েকমাস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে দাবি করে বলেন ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পরীক্ষামূলকভাবে প্রতিষেধক টিকা দেওয়ার প্রথম ধাপ শুরু হয়েছে। ইতিহাসে এত দ্রুত কোনো প্রতিষেধক টিকা প্রয়োগের নজির নেই। এমনকি কাছাকাছিও নেই। অ্যান্টিভাইরাল থেরাপি ও অন্যান্য চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের চেষ্টাও আমরা চালিয়ে যাচ্ছি।’