ভাইরাল ভিডিও

বিয়ের আসরেই বউ-এর সাথে ‘আঁখ মারে’ হিন্দি গানে দুর্দান্ত নাচলেন বর, তুমুল ভাইরাল ভিডিও

একজনের জীবনে সবথেকে খুশির মুহূর্ত হল যখন তার জীবনে তার প্রিয় মানুষ তার সাথে থাকে। এরকম বহু সম্পর্ক আছেও যেগুলো খুব সময়েই ভেঙে যায় আবার বহু সম্পর্ক আছে যেগুলো দীর্ঘ বছর হয়ে গেলেও অটুট থাকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রিয় বান্ধবীর সঙ্গে অসাধারণ নাচ হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন এক যুবক।বরবেশে গলায় গোলাপের মালা পরে সেদিকে তার হবু বউয়ের সঙ্গে নাচতে ব্যস্ত।

ভিডিওটিতে দেখা যাচ্ছে মেয়েটি লাল বেনারসি পড়ে মাথাভর্তি সিঁদুর পরে ‘ও লাড়কি আঁখ মারে’ গানের সঙ্গে উত্তাল হলেন কনে। সেখানে অসাধারণ নেচে সকলের মন জয় করে নিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে। চারিদিক থেকে ক্যামেরাম্যানরা ফোটোর ঝিলিকের ঝিলিকে ভরিয়ে দিয়েছেন। ভিডিওটি দেখে সকলেই আনন্দিত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঘরে বসে থেকে সবকিছু জানতে পারি সারটা বিশ্বের খবর ঘরে বসে থেকেই পাওয়া যায়। কখনো কারোর নাচ, গান, আবৃত্তি নানান রকমের প্রতিভা। আবার কখনো এই সমস্ত জীব জন্তুদের ঘটানো নানান রকম কাণ্ডকারখানা আগেকার দিনে এই সমস্ত জিনিস দেখার জন্য অপেক্ষা করতে হতো টেলিভিশনের পর্দায় ন্যাশনাল জিওগ্রাফি, এনিম্যাল প্ল্যানেট, ডিসকভারির উপর। বেশি কিছু নয় এখন হাতের কাছে একটা মোবাইল থাকলেই সমস্ত বিশ্ব মুঠোর মধ্যে চলে আসে। মুহূর্তে তুমুল ভাইরাল এই নাচের ভিডিওটি।

Back to top button