বিনোদন

বিদ্ধংসী ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়া অসহায় মানুষদের এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জী

টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা হলেন ভাস্বর চ্যাটার্জী। তিনি নানাসময় যেকোনো বিষয় নিয়ে খবরের চর্চায় থাকেন। বর্তমানে, সামাজিক মাধ্যমে ভাস্বর চ্যাটার্জী একটি সমালোচিত ও বিতর্কিত নামে পরিণত হয়েছেন। ছোট পর্দার অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি সোশ্যাল মিডিয়ায় যে উস্কানিমূলক পোস্ট করেন ও যেকোনো বিষয়ে নিজের নানান মতামত ব্যক্ত করেন তাতে তিনি বরাবরই শিরোনামে থাকেন।

অভিনেতা ভাস্বর চ্যাটার্জী অনেক মানুষের কাছে অপছন্দের পাত্র তার পাশাপাশি বহু মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি ঘুউর্নিঝড়ে বিদ্ধস্ত মানুষদের কাছে পৌঁছে গেলেন কিছু ত্রাণ সামগ্রী নিয়ে। ছবিতে দেখা যাচ্ছে খিচুড়ি জাতীয় খাবার নিয়েছেন, প্যাকেট করে মুড়ি বাতাসা নিয়েছেন। এভাবেই বিভিন্ন খাবার পৌঁছে দিচ্ছেন তিনি ও তার সহকর্মীরা। পাশাপাশি সুন্দরবন সন্দেশখালি এলাকায় পৌঁছেও যাচ্ছেন ভাস্বর ত্রাণ নিয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Bhaswar Chatterjee (@bhaswarofficial)

;

এর আগেও অভিনেতাকে ঈদ পালন করতে দেখা গেছে। মুসলিমদের ঈদ একটি বড় উৎসব। গত ১৪ই এপ্রিল থেকে তাদের রমজান মাস শুরু হয়েছিল। এই রোজাতে প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের লোক নিষ্ঠা সহকারে নিজেদের রোজা পালন করেন। টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা হলেন ভাস্কর চক্রবর্তী। এই অভিনেতাকে আমরা সকলেই পর্দায় বাবা লোকনাথের চরিত্রে দেখেছি। আসল জীবনে তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান।

তার পাশাপাশি অভিনেতা ভাস্বর চ্যাটার্জীর ওপর একটি সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ বলেছিলেন যে ভাস্বর ‘মিচকে শয়তান’। কিন্তু এবার দল বদলের পর পরাজিত রুদ্রনীলের উপর পুরনো ক্ষোভ উগড়ে দেন ভাস্বর চ্যাটার্জি। সেই পুরোনো কথা তুলে এনে নিজের ঝাল মেটান ভাস্বর। ফেসবুকে রুদ্রনীলের উদ্যেশ্যে লেখেন,”রুদ্রনীল তোর জন্য… ২০০৭-এ তুই মিডিয়াতে সাক্ষাৎকারে বলেছিলি আমি মিচকে শয়তান। হতে পারে তোর চোখে আমি তাই কিন্তু আমি এতদিনে একটা কথাও মিডিয়াতে বলিনি তোর বিরুদ্ধে। আজ বলি, আমি আর যাই হই তোর মতো ধান্দাবাজ নই।”

 

Back to top button