বিনোদন

অসুস্থ বৃদ্ধাকে রাস্তায় ফেলে যায় তার পরিবার, রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন বিধায়ক রাজ

দেশের বেহাল পরিস্থিরটিতে বহু মানুষ কাজ হারিয়ে বসে আছেন বাড়িতে। বহু মানুষ করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন এরকম পরিস্থিতিতে মানুষের মানবিকতাও কি হারিয়ে গেছে নাকি। যে কঠিন পরিস্থিতিতে একজন বৃদ্ধাকে রাস্তায় অসহায় অবস্থায় রেখে যায়? মানবিকতা থাকা দরকার। গত মঙ্গলবার রাতে ওই বৃদ্ধাকে ব্যারাকপুরের করুণাময়ী রোড এলাকার রাস্তায় ফেলে রেখে যায় পরিবার। জানা যায়, ওই বৃদ্ধা মহিলার নাম লীনা কর, বয়স ৮৫।

আর এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা প্রেম সিং। আর তারপরই খবর পান নতুন বিধায়ক রাজ চক্রবর্তী। প্রথমে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট ঈগল বৃদ্ধার সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। স্থানীয় বাসিন্দারাও সাহায্য করেন। এরপরই নিজের সহকারী আজাদ, মিমো হাজরা, জিতব্রত পালিতের সঙ্গে কথা বলেন রাজ। তারাই ওই বৃদ্ধাকে পরে অ্যাম্বুলেন্স-এ করে বি এন বোস হাসপাতালে নিয়ে যান। বর্তমান চিকিৎসারত রয়েছেন ওই বৃদ্ধা।

বর্তমান ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী করোনা মোকাবিলায় দাঁড়িয়েছেন মানুষের পাশে।২ রা মে রেসাল্টের পর তিনি বিধায়ক হন। মহামারী পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ও নিজের সাধ্যমত চেষ্টা করছেন।এদিন নিজের হাতে করে প্যাকেট প্যাকেট খাবার তুলে দিলেন ব্যারাকপুরের দুস্থ মানুষদের হাতে। কারোর মাস্ক ঠিক করে দিলেন তো কাউকে জল দিয়েছিলেন।

কিন্তু চারদিকে যে মারণ ভাইরাস করোনা গ্রাস করে নিয়েছে। ভোটের আগে রাজ মানুষকে নানারকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শপথ নেওয়ার পড়তে নেমে পড়লেন কাজে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ অনুযায়ী প্রথম কাজ হিসেবে তিনি কোভিড মোকাবিলায় পদক্ষেপ নিলেন রাজ। সম্প্রতি রাজ ১৯ দিনের একটি বাচ্চার জন্য অর্থ সাহায্য চেয়েছিলেন যার জন্য তাকে ট্রোলড ও হতে হয়েছিল। কিন্তু রাজ মানুষের সেই কথায় কান না দিয়ে নিজে কাজ করে যান পরে তিনি লেখেন,”এই সময়ে দাঁড়িয়ে কে কতটা করলাম সেই হিসেব নাই বা ভাবলাম। একা যতটা করা যায়, সকলে মিলে তার থেকে অনেক বেশি করা সম্ভব৷ আরও অনেক মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাই আমার অনুরোধ, দলমত নির্বিশেষে একে অপরের পাশে থাকুন৷ সকলে সুস্থ থাকুন। ভাল থাকুন ও ভাল রাখুন৷” কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল কথা। নাম কামানো বা ইনকাম করা পরের ব্যাপার।

Back to top button