করোনা-র প্রতিষেধক নিয়ে আশার আলো দেখাচ্ছেন বাঙালি গবেষক
সম্প্রতি করোনার প্রকোপে ত্রস্ত গোটাবিশ্ব।বিশ্বের ১৬৫টি দেশে হামলা চালিয়েছে এই মারণ ভাইরাস।ভারতেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১২জন ও ইতিমধ্যে মারা গেছেন ২ জন।
সম্প্রতি NDTV -র এক প্রতিবেদনে জানানো হয়েছে কানাডার ৩টি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনা প্রতিরোধের বিষয়ে আশার এল দেখিযেছে।আর এই গবেষকদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন বাঙালি গবেষক ড.অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতের নাগরিক। দলের অন্য সদস্যরা হলেন- ড.রবার্ট কোজাক ও ড. সামিরা মোবারাকা।
জানা গেছে এই গবেষকের দল করোনা ভাইরাসকে আইসোলেট করতে সক্ষম হয়েছে।আর এরফলে খুব তাড়াতাড়ি এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।আর খুব শিগ্রই তৈরী করা যাবে প্রতিষেধক।
ইতিমধ্যে দু ‘জন রোগীর লালা রস ও রক্তের নমুনা সংগ্রহ করে কোরোনাকে কিছুটা আইসোলেটেট করতে সক্ষম হয়েছে ।এখন সময় অপেক্ষার কবে পুরোপুরি এই ভাইরাসকে প্রতিহত করার ওষুধ তারা আবিষ্কার করতে পারে তা নিয়ে।