বিনোদন

রাজকে করোনার সঙ্গে লড়াই করার শক্তি যোগাচ্ছেন ইউভান, পুচকে ছেলের সাথে ঘনিষ্ট মুহূর্ত ভাইরাল

এতদিন রাজ চক্রবর্তী ব্যাস্ত ছিল ভোটের নানান কাজকর্ম নিয়ে। বাড়ি ফিরতে পারেননি রাজ। ২ রা মে রেসাল্টের পর তিনি বিধায়ক হন। এদিকে ভোটপর্ব মিটে যেতে না যেতেই করোনায় আক্রান্ত হন শুভশ্রী গাঙ্গুলি। তবে বর্তমানে রাজ ফিরেছেন ইউভানের কাছে। বাড়িতে ফিরতেই ছেলের সাথে আবার অত্যাচার চালু। লকডাউনের জেরে রাজ বর্তমান বাড়িতেই গৃহবন্দী। বর্তমান ছেলের সাথে খুনসুটিতে ব্যাস্ত রাজ।

কিন্তু চারদিকে যে মারণ ভাইরাস করোনা গ্রাস করে নিয়েছে। তাই বিধায়ক রাজ রাস্তায় মাস্ক ও স‍্যানিটাইজার বিলি করলেন পথে নেমে। এমনকি একজন বৃদ্ধা মহিলাকে তিনি মুখে মাস্ক পরিয়ে দিলেন। রাজের এই কর্মকান্ড তাঁর ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে। ভোটের আগে রাজ মানুষকে নানারকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শপথ নেওয়ার পড়তে নেমে পড়লেন কাজে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ অনুযায়ী প্রথম কাজ হিসেবে তিনি কোভিড মোকাবিলায় পদক্ষেপ নিলেন রাজ।

বর্তমান ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী করোনা মোকাবিলায় দাঁড়িয়েছেন মানুষের পাশে। মহামারী পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ও নিজের সাধ্যমত চেষ্টা করছেন।এদিন নিজের হাতে করে প্যাকেট প্যাকেট খাবার তুলে দিলেন ব্যারাকপুরের দুস্থ মানুষদের হাতে। কারোর মাস্ক ঠিক করে দিলেন তো কাউকে জল দিয়েছিলেন।

সম্প্রতি রাজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, রাজ ইউভানকে কোলে নিয়ে আদর করছেন। দুজনের পরনেই রয়েছে সাদা পাঞ্জাবী-পাজামা। ছবিটি শেয়ার করে রাজ লিখেছেন, সমস্ত দুঃখের মধ্যেও ইউভান তাঁর কাছে বয়ে নিয়ে আসে আশার বাণী।করোনার এই কঠিন আবহে তাঁকে শক্তি যোগাচ্ছে তাঁর পুত্রসন্তান ইউভান। বাবা ছেলের ভালোবাসা বেশ হিট সোশ্যাল মিডিয়ায়। বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বাবা ছেলের ঘনিষ্ট ভালোবাসার মুহূর্ত।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

Back to top button