বেশি কিছু চাহিদা নেই, যা পেয়েছেন জীবনে তাতেই খুশি অভিনেত্রী, আইটেম ড্যান্সার হয়েই সন্তুষ্ট রয়েছেন রাখি সাওয়ান্ত!
বলিউডের একজন জনপ্রিয় আইটেম গার্ল হলেন রাখি সাওয়ান্ত। রীতিমতো নিজেদের দক্ষতা দিয়েই বলিউডে তাঁরা পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন। তিনি একজন মডেল, নৃত্যশিল্পী, ও অভিনেত্রীও। হিন্দি ছবির পাশাপাশি রাখি মারাঠি, তেলেগু, তামিল ছবিতেও অভিনয় করেছেন। মূলত বলিউডে রাখী ড্রামা কুইন হিসেবেই বেশি পরিচিত। মানুষ ভালোবেসে বিরক্ত হয়ে রাখির উপাধি দিয়েছেন ড্রামা কুইন। পরিচালক ও প্রযোজকরা ভালোবেসে তার পরিচয় বানিয়েছেন আইটেম ডান্সার। অনেকে রাখি সাওয়ান্তকে আইটেম বোম্ব বলেও জানেন। এই বয়সে এসেও তাঁর রূপে ঘায়েল হাজারো এক পুরুষ।
কিন্তু অভিনেত্রী রাখি সাওয়ান্ত এই উপাধিতেই খুশি। অভিনেত্রী আইটেম ড্যান্সার হয়েই বেশ হট রয়েছেন। রাখি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ইন্ডাস্ট্রিতে সবাই মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পায় না। সকলের যোগ্যতা নিয়েও কথা বলেন তিনি। অভিনেত্রী রাখির কথায় সবার অভিনেত্রী হওয়ার যোগ্যতা নেই। কেউ হিরোইন হয় আবার কেউ বা আইটেম সং। কারও ভাগ্যে জোটে মা-বোনের রোল। অকপটে বলে যান অভিনেত্রী এইসব কথা।
অভিনেত্রীর এইভাবে বলার পিছনে অন্য কোনো উদ্যেশ্য নেই। অভিনেত্রী নিজেও বুঝতে পারেন যে তার অভিনেত্রী হওয়ার যোগ্যতা নেই। যখন বুঝতে পেরেছিলেন তখন আর দেরি না করে বেঁচে নিয়েছিলেন আইটেম ড্যান্সকেই। হাতে সবসময় দ্বিতীয় অপশন রেখেই রাখি এগিয়েছেন। অভিনেত্রী মোটেই তার পেশা ও পরিচয় নিয়ে অনুতপ্ত নন। কারণ জীবনে যেটা সত্য তাকে সহজ ভাবে মেনে নিতেই হয়। নিজের পেশা নিয়ে গর্বিত রাখি এও বলেন যে যখন নায়িকারা তাঁদের পারফরমেন্স দিয়ে দর্শকের মনোরঞ্জন করতে পারে না, তখন রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসে আইটেম ডান্সাররাই।কোনোকিছুকে মেনে না নিলেই ঘটে বিপত্তি। সত্যকে মেনে নিতেই হয় তা সে যত কঠিনই হোক না কেন।
View this post on Instagram
অভিনেত্রী আইটেম ড্যান্সার হলেও সে দয়ালু। মাঝে মধ্যেই রাস্তায় না খেতে পাওয়া বাচ্চাদের সাহায্য করেন। নিজের পেশা নিয়ে এক পুরোনো সাক্ষাৎকারে রাখি এও বলেছিলেন যে আইটেম গার্লকে কখনই আইটেম গার্ল বলা উচিত নয়। ওদের আইটেম বম্ব বলা উচিত। কারণ আদপে যেকোনো ছবিতে আইটেম আইটেম সং আদপে স্পেশ্যাল সং।