‘শ্রীময়ী’র কপি ‘সর্বজয়া’! ধারাবাহিক শুরু হওয়ার আগেই জোর সমালোচনার মুখে ইন্দ্রানী-দেবশ্রী, জল্পনা তুঙ্গে
টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবশ্রী রায়। দীর্ঘদিন থেকে অভিনয় জগতে সেভাবে দেখা না গেলেও জনপ্রিয়তা কিন্তু কমেনি। কিন্তু অভিনেত্রী দীর্ঘদিন যুক্ত ছিলেন রাজনীতির সাথে। এবারে ভোট পর্ব মিতে যাওয়ার আগেই অভিনেত্রী বলেছিলেন যে রাজনীতি থেকে এবার মুক্ত হতে চান এবং ফিরতে চান অভিনয় জগতে। এবারে রিলিজ হল দেবশ্রী অভিনীত বাংলা ধারাবাহিক সর্বজয়া’র প্রমো।
৯০ এর দশকের অভিনেত্রী দেবশ্রী রায়। সেই সময় অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। ১৯৮৮ সালে বি আর চোপড়ার মহাভারত এ প্রথম সত্যবতী চরিত্রে অভিনয় করেন। যা আজও প্রশংসিত এবং জনপ্রিয়। প্রথম বাংলা সিরিজ দেনাপাওনা তে দেখা যায়। এছাড়াও লৌহ কপাট ও বিরাজ বউ সিরিজেও দেখা যায় দেবশ্রীকে। অভিনয় জগৎ থেকে দীর্ঘ বিরতি কাটিয়ে এবারে অভিনেত্রী ফিরছেন জী বাংলায় নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’ নিয়ে।
ধারাবাহিকটি সম্প্রচারিত হবে জী বাংলায়। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো রিলিজ হয়ে গেছে। দেবশ্রীর এই ধারাবাহিক দেখার জন্য দর্শকরা বেশ উৎসাহিত হয়ে আছেন। কিন্তু কারো কারো মোতে ধারাবাহিকটি নাকি ইন্দ্রানী হালদার অভিনীত শ্রীময়ী’র মতন।কেউ কেউ বলেছেন, ‘জি তে আসছে ‘সর্বজয়া’। এ যেন পুরো ‘শ্রীময়ী’র কপি। মা গো! এমন কপি আমি কোনও দিন দেখিনি’।
View this post on Instagram
এই ধারাবাহিক নিয়ে অভিনেত্রী ইন্দ্রানী হালদার নিজেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলেছেন, তিনি বলেন,‘সর্বজয়া’ ধারাবাহিকের ঝলক দেখে তাঁর কোথাও মনে হয়নি যে এটি ‘শ্রীময়ী’-র নকল। যাঁরা নেটমাধ্যমে এ কথা লিখছেন, তাঁরা অন্যায় করছেন। অভিনেত্রীর কথায়,”দেবশ্রী রায় একজন নামী অভিনেত্রী। বহু বছর পরে ধারাবাহিকে ফিরছেন। হয়তো ধারাবাহিকের ঝলকে ঠাকুরকে প্রদীপ দেওয়ার দৃশ্যটি দেখে দর্শক ‘শ্রীময়ী’-র সঙ্গে ‘সর্বজয়া’র তুলনা করছেন। কিন্তু এর কোনও মানে নেই।” কিন্তু লোকেদের মনে তো নানান প্রশ্ন চলতেই থাকে। এইসব বিষয় নিয়েই চলছে জল্পনা।