সারা দেশে করোনার বাড়াবাড়ি চলছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষের অবস্থা খুব খারাপ। রোজ বহু মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। মানুষের মধ্যে দেখা দিচ্ছে অক্সিজেনের অভাব। এই কঠিন পরিস্থিতিতে যেখানে দেশের এবং রাজ্যের মানুষ হাহাকার করছে করোনা ভ্যাকসিনের জন্য, চলছে লক ডাউন, বন্ধ পরিবহন ব্যাবস্থা সেখানে কিভাবে CBI এসে রাতারাতি দুজন মন্ত্রী ও একজন বিধায়ক এবং একজন প্রাক্তন মন্ত্রীকে ধরে নিয়ে যেতে পারেন! এবারে সেই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন মিমি-রাজ।
জানা যায় যে, গত সোমবার সকালে নারদ কাণ্ডে গ্রেপ্তার করা হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। আর এই কঠিন পরিস্থিতির মধ্যে CBI এর এমন সিদ্ধান্তে প্রতিবাদে সরব হয়েছেন মিমি চক্রবর্তী রাজ চক্রবর্তী। সাংসদ মিমি এদিন টুইট করে বলেন,”এবার সিবিআই? তাঁরা কি ভ্যাকসিন আনছেন?” পাশাপাশি পরিচালক বিরসা দাশগুপ্তর টুইট শেয়ার করেছেন তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। বিরসা দাশগুপ্ত নিজের টুইটারে লেখেন,”আমাদের ভ্যাকসিন দিন। যদি বেঁচে থাকি, তাহলে সিবিআই পাঠাবেন। তবে ভ্যাকসিন আগে পাঠান”।
CBI Now???
Are they bringing vaccines??— Mimssi (@mimichakraborty) May 17, 2021
এই ঘটনা নিয়ে নানারকম মন্তব্য আসে চারদিক থেকে। জানা যায়, স্পিকারের অনুমতি ছাড়া এই চারজনকে গ্রেফতার করে CBI. নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় এই চারজনকে। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় নিজেই পৌঁছে যান নিজাম প্যালেসে। মুখ্যমন্ত্রীর দাবি তাকেও গ্রেফতার করতে হবে নারদা স্ক্যামে। চারজন হেভি ওয়েট নেতাকে গ্রেফতার করায় রাজভবন ও নিজাম প্যালেসের সামনে রীতিমত আন্দোলন শুরু হয়ে যায়।
আবার এইদিকে বিরোধী মন্তব্য উঠে আসছে যে নারদ কাণ্ডে মুকুল রায়, শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার হলেন না নাকি তারা বিজেপিতে যোগদান করার জন্য ছাড় পেয়ে যাচ্ছেন। প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কারণ নারদ স্টিং কাণ্ডে মুকুল রায়েরও নাম ছিল।অবশ্য CBI এর দাবী, মুকুল রায়কে ভিডিওতে টাকা নিতে দেখা যায়নি। তদন্তে মুকুল রায়ের বিরুদ্ধে কোনো শক্ত প্রমান পাওয়া যায়নি।